স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ব্রাহ্মণবাড়িয়ার পুরুষসহ ৪ প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার দৌলতপুর (চকবাজার) এর নুর মিয়া ছেলে শাহ আলম (৩০), ধরমন্ডল গ্রামের সাজু মিয়া স্ত্রী হাজেরা খাতুন (২৭), আব্দুল কাদিরের স্ত্রী শাহানা বেগম (২৬) ও আব্দুর রহিমের স্ত্রী জুহেনা আক্তার (২০)। পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল সোয়া ১১টার দিকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন ওয়ার্ডে রোগীদের স্বজন হিসেবে গ্রেফতারকৃত ঘুরাঘুরি করছিল এবং রোগীদের বেডে বসছিল। এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষে দৃষ্টিগোচর হলে গ্রেফতারকৃতদের রোগীদের বেডে বসাসহ হাসপাতালে ঘুরাঘুরি কারণ জিজ্ঞাসবাদ করলে তারা কোন উত্তর দিতে পারেনি। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়টি বাহুবল মডেল থানা পুলিশকে অবগত করলে এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে। বাহুবল মডেল থানার ওসি মাসুক আলী জানান, গ্রেফতারকৃতরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দর্শনার্থীর ভান করে কৌশলে রোগীদের বিছানায় থাকা মোবাইল ফোন, টাকা পয়সা চুরি করে বলে অভিযোগ রয়েছে। তাদেরকে গতকাল আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, ১২ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার ধরমন্ডলের ৫ নারীকে টাকা ছিনতাইয়ের সময় জনতা হাতে নাতে আটক করে পুলিশের সোর্পদ করে। তাদের মধ্যে গতকালের গ্রেফতারকৃত হাজেরা খাতুন ও শাহানা বেগম ছিলেন।