বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে-তারেক রহমান হবিগঞ্জে অর্ধকোটি টাকার মালামাল ও যানবাহন আটক করেছে বিজিবি স্কুল ছাত্রী অপহরণের দেড় মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার বানিয়াচংয়ে কর্মরত কর্মকর্তাদের সাথে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিমময় সভা অনুষ্ঠিত আউশকান্দিতে প্রবাসীর জায়গা দখলের চেষ্টার অভিযোগ মাধবপুরে ১৫’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেফতার শায়েস্তাগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শহরে বিদ্যুতের ভেলকিবাজি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাংবাদিক সম্মেলন ॥ হবিগঞ্জ চেম্বারে প্রশাসক নিয়োগ ও নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবী

নবীগঞ্জ পৌরসভার নিয়োগে অনিয়মের অভিযোগের তদন্ত ২৬ জুলাই

  • আপডেট টাইম সোমবার, ২৩ জুলাই, ২০১৮
  • ৫৫৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার ৭টি পদে নিয়োগ পরীক্ষায় কোন অনিয়ম, অসংগতি হয়েছে কি না এ বিষয়ে আগামী ২৬ জুলাই বৃহস্পতিবার তদন্ত হবে। উক্ত তদন্তের দায়িত্ব পেয়েছেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া। এ বিষয়ে সংশ্লিষ্টদের পত্র দেয়া হয়েছে। এ খবর পেয়ে চাকুরী থেকে বঞ্চিতদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। বঞ্চিতদের দাবী উক্ত নিয়োগে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি হয়েছে। ফলে এই নিয়োগ বাতিল করে নতুন করে নিয়োগ দিতে হবে।
উল্লেখ্য, নবীগঞ্জ পৌরসভায় ৭টি পদে লোক নিয়োগে অনিয়মের অভিযোগ এনে এবং তা বাতিল করে নতুন করে নিয়োগ দেয়ার দাবী জানিয়ে চাকুরী বঞ্চিতরা শহরে বিক্ষোভ মিছিল ও পৌরসভা কার্যালয়ে ভাংচুর করে। সেই সাথে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, সিলেট বিভাগীয় কমিশনার এবং হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবর নিয়োগকে অবৈধ দাবি করে বাতিলের আবেদন করেন। আবেদনের ৩ মাস পর গত ৮ জুলাই হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া স্বাক্ষরিত একপত্রে আগামী ২৬ জুলাই নিয়োগের তদন্ত অনুষ্টিত হওয়ার কথা জানানো হয়। গত ১৮ এপ্রিল চাকুরী বঞ্চিত আমড়াখাই গ্রামের আবুল হোসেন এর পুত্র ফায়েজুর রহমান রোল নং (২৪) সহ ২০ জনের স্বাক্ষরিত অভিযোগ সিলেট বিভাগীয় কমিশনার বরাবরে দাখিল করলে উক্ত তদন্তের নির্দেশ দেয়া হয়। অভিযোগ সূত্রে প্রকাশ, চলতি বছরের ৩১ জানুয়ারী পত্রিকার মাধ্যমে নবীগঞ্জ পৌরসভার সার্ভেয়ার, সহকারী এ্যাসেসর, সহকারী লাইসেন্স পরিদর্শক, হিসাব সহকারী, নিম্নমান সহকারী কাম-মুদ্রারিক, ট্রাক চালক, অফিস সহায়কসহ ৭টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এরই প্রেক্ষিতে ২৫ ফেব্র“য়ারি পর্যন্ত ৭টি পদের বিপরীতে ৩শ ৮৬ জন প্রার্থী আবেদন করেন। পরবর্তীতে চারিত্রিক সনদসহ অন্যান্য কাগজপত্রে সিল স্বাক্ষরে ক্রটিসহ বিভিন্ন অজুহাতে প্রায় ১ শত ৪২ জনের আবেদন বাতিল করে কর্তৃপক্ষ। অবশিষ্ট ২ শ ৪৪ জনের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশ পত্র দেয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ১৩ এপ্রিল শুক্রবার সকাল ১০ টায় লিখিত পরীক্ষা নেওয়া হয়। তড়িঘড়ি করে লিখিত পরীক্ষার ফলাফল মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই প্রকাশ করে এবং ওইদিন গভীর রাত পর্যন্ত মৌখিক পরীক্ষা নেয়া হয়। অভিযোগে উল্লেখ করা হয়, একদিন পরেই পূর্বের সিদ্ধান্ত অনুযায়ীই প্রকৃত মেধাবীদের বঞ্চিত করে পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী’র আত্মীয় স্বজনসহ মেয়রের নিজস্ব লোকদের সম্পূর্ণ অনৈতিকভাবে ৭টি পদেই নিয়োগ দেয়া হয়েছে। এ নিয়োগ মেনে নিতে পারেননি পরীক্ষায় অংশগণকারীরা। তারা কোন উপায় না পেয়ে গত ১৪ এপ্রিল রোববার দুুপুরে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড় থেকে বিভিন্ন লেখা সম্বলিত প্লে-কার্ড নিয়ে বিক্ষোভ মিছিল করে পৌরসভা কার্যালয় ঘেরাও করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com