সোমবার, ১৯ মে ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ৩ দিনে ৩ কোটি টাকার মালামাল আটক মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেনা-পুলিশের টহলে পালিয়েছে দালাল চক্র শহরে নিউ লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টার সিলগালা ॥ দুইজনের কারাদণ্ড সাবেক এমপি ব্যারিস্টার সুমনের এপিএস পরিচয়দানকারী নিজামকে পুলিশে দিয়েছে জনতা ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে নবীগঞ্জে তৌহিদ চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালিত হিয়ালার মাওলানা আহমদ আব্দুল্লাহ’র জানাযা সম্পন্ন হবিগঞ্জ পৌর আ.লীগ নেতা জালাল উদ্দিন জুয়েল গ্রেপ্তার শায়েস্তাগঞ্জে পলাতক আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪ মাস পর এসেছে ৭৫০ নতুন টিসিবি স্মার্ট কার্ড

পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় ॥ নবীগঞ্জে ভয়াবহ সংঘর্ষ থেকে রক্ষা পেল কয়েক’টি গ্রাম

  • আপডেট টাইম শনিবার, ২১ জুলাই, ২০১৮
  • ৫৫৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আউশকান্দি বাজার শহীদ কিবরিয়া চত্ত্বরে দোকানে হামলা, ভাংচুর ও যুবককে মারধরের ঘটনা ঘটেছে। এর জের ধরে দেওতৈল ও কুর্শি গ্রামের লোকজন রনসাজে সজ্জিত হলে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে রক্তপাতহীনভাবে উভয় এলাকার লোকজন শান্ত হন।
বিভিন্ন সূত্রে জানা যায়, আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে কুর্শী গ্রামের হুমায়ুন খানের খান কনফেকশনারী দোকানে গত মঙ্গলবার বসা ছিলেন কুর্শী গ্রামের মাহমদ খানের ছেলে রাহিম খান (২৫)। এ সময় দেওতৈল গ্রামের তাহিদ, রুমো, জিলু, রফি, হুমায়ুনসহ কতেক যুবক দোকান প্রবেশ করে জোরপূর্বক রাহিমকে বের করে এনে লাটিসোটা দিয়ে বেদড়ক মারধর করে। এতে তার একটি হাত ভেঙ্গে যায়। এ সময় ওই দোকানে অবস্থানরত কুর্শি গ্রামের কয়েকজন রাহিমকে মারধরের ঘটনায় প্রতিবাদ করলে তাদেরকেও মারপিট করে দোকান ভাংচুর ও লুটপাট করা হয়।
এ ঘটনায় কুর্শি গ্রামে সাধারণ মানুষের মাঝে উত্তেজনা বিরাজ করতে থাকে। তাদের পক্ষ নিয়ে আরো কয়েকটি গ্রামের মানুষ একাত্মতা পোষন করে। গতকাল সকালে কুর্শী গ্রামের পক্ষ নিয়ে ষাটকাহন, ফুটারমাটি, নোয়াগাও গ্রামের কয়েক হাজার লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কুর্শী বাস স্টেশনে জড়ো হয়। এক পর্যায়ে হাজার হাজার প্রতিবাদী মানুষ কিবরিয়া চত্বরে দিকে রওয়ানা দেয়। এরই মধ্যে খবর পেয়ে সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ শাহ আবুল খায়ের, ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ জাবেদ, বজলুর রশিদ, মুহিবুর রহমান হারুন, ভারপ্রাপ্ত চেয়াম্যান শাহ সুজন আহমদ, ভাইস চেয়ারম্যান বশির আহমদসহ নবীগঞ্জের বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ আপ্রান চেষ্টা চালিয়ে প্রতিবাদী জনতাকে শান্ত করতে সক্ষম হন। এতে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে রক্ষা ফেল কয়েক হাজার জনতা।
ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ-বাহুবলের সার্কেল এএসপি পারভেজ আলম, নবীগঞ্জ থানার ওসি এস এম আতাউর রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ কিবরিয়া চত্বরে মোতায়েন করা হয়।
উল্লেখ্য, দেওতৈলসহ কয়েকটি গ্রামের সন্ত্রাসী প্রকৃতির অসামাজিক কতিপয় ব্যক্তি কিবরিয়া চত্বরে মাদক বেচাকেনা, সন্ত্রাসী কার্যকলাপসহ অপরাধমুলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। কেউ এর প্রতিবাদ করতে সাহস পায় না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com