স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরী ইংল্যান্ড ও ভারত সফর শেষে দেশে ফিরেছেন। গতকাল রাতে কাতার এয়ার লাইন্সের একটি বিমানে তিনি হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমান বন্দরে অবতর করেন। উল্লেখ্য, গত ২৬ জুলাই ডাঃ মুশফিক হুসেন চৌধুরী রাষ্ট্রীয় সফরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে জেএড এয়ার লাইন্সের একটি বিমানে দেশ ত্যাগ করেন। তার সফর সঙ্গী ছিলেন স্ত্রী নুসরাত মাহমুদ চৌধুরী। তিনি প্রথমে ২ দিন ভারতে অবস্থান করেন। এ সময় ভারত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও সেমিনারে অংশগ্রণ করেন। পরবর্তীতে কাতার এয়ার লাইন্সের একটি বিমানে ইংল্যন্ডের উদ্দেশ্যে ভারত ত্যাগ করেন। সেখানে অবস্থানকালে সরকারী কর্মকান্ডে অংশগ্রহণ ছাড়াও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা ও প্রবাসীদের বিভিন্ন সংবর্ধনা সভায় অংশগ্রহণ করেন।