এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের বড় শাখোয়া গ্রামে প্রতিমা রানী দেব নামের তৃতীয় শ্রেণীর এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সে ওই গ্রামের মৃত মদন দেবের মেয়ে এবং বড় সাখোয়া প্রাইমারী স্কুলের ৩য় শ্রেণীর ছাত্রী। সে গত সোমবার সন্ধ্যায় ধুপবাতি জ¦ালিয়ে ঈশ^রের কাছে প্রার্থনা কালে তার অজান্তে পড়নের জামায় আগুন লেগে অগ্নিকান্ডের শিকার হয়। তাৎক্ষনিকভাবে গ্রামের লোকজন তাকে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট রেফার করেন। সেখানে ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুক্রবার রাতে প্রতিমা দেব মারা যায়। তার মৃত্যুর খবরে শিক্ষক-শিক্ষিকা, সহপাটিসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল শনিবার তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসলে মানুষের ঢল নামে তাকে এক নজর দেখার জন্য।
প্রতিমা দেব শান্ত স্বভাবের একটি মেয়ে। শৈশবের দুরন্তপনা বলতে যা বুঝায় তার মাঝে নাই বললেই চলে। কারন যে সময়টায় বাবার কাছে বায়না ধরার কথা, আদর সোহাগে জড়িয়ে ঘুমপাড়ানির কথা। কিন্তু সেই বাবা মদন দেব বছর ছয়েক আগে মারা যান। মাথার উপর ছায়া বলতে মা। বড় কোন ভাই-বোন নাই জগত সংসারে তার। খেয়ে না খেয়ে কোন রকম বেঁচে আছে জীবন নামের তরীতে। সুখ-আহাদ-পূজা-পার্বণ বলতে কিছু নাই প্রতিমাদের জীবনে। নিঃস্ব রিক্ত মানুষ গুলির পরম ভাব ভক্তি থাকে শ্রষ্টার প্রতি। প্রতিদিনের সন্ধ্যার ধূপবাতি পূজ্বলনের কায়দা, নীয়মকানুন বড়দের কাছ থেকে দেখে দেখে শেখা। ৩য় শ্রেণিতে পড়ুয়া প্রতিমা অন্যান্য দিনের মতো গত সোমবার সন্ধ্যায় ধূপবাতি জ্বালিয়ে ধ্যান মগ্নে মত্ত। হঠাৎ করে সর্বনাশা আগুনের লেলিহান শিখা যে কখন তার পড়নের জামায় লেগে ভস্মিভূত করছে তা টেরই পায়নি। যখন টেরপেল তখন, যখন জামা থেকে শরীরে স্পর্শ করেছে। শরীরের প্রায় অর্ধেক ঝলসে যায়। স্থানীয় লোকদের সাহায্য সহযোগিতায় পাঠানো হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। খবর পেয়ে শিক্ষক-সহপাঠিরা বাকরুদ্ধ হয়ে পড়ে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে ৫ দিন পাঞ্জা লড়ে অবশেষে শুক্রবার দিবাগত রাত পৌনে ১১ টায় মৃত্যুর কুলে ঢলে পড়ে প্রতিমা দেব।