বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন কাল যোগ্য প্রার্থী নির্বাচিত করতে অধীর আগ্রহে ভোটাররা

  • আপডেট টাইম শনিবার, ২২ মার্চ, ২০১৪
  • ৪৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন। আজ বাদে কাল ভোট। জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নিয়োগ করতে অধীর আগ্রহে দিনটির জন্য অপেক্ষা করছে। গতকাল রাত ১২ টা থেকে বন্ধ হয়ে গেছে সব রকমের প্রচার প্রচারণা। প্রার্থীরা মুখে মুখে অংক কষছেন কোন এলাকায় কত ভোট পেতে পারেন। কেউ কেউ খাতা কলমেও এলাকাভিত্তিক ভোটের অংক করছেন। আবার ভোটাররাও চিন্তাভাবনা করছেন কাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে। প্রার্থীদের যোগ্যতা অযোগ্যতা এবং ব্যক্তিগত ইমেজ নিয়েও ভোটারদের মধ্যে বলাবলি হচ্ছে। ভোটের ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে হবিগঞ্জ সদর উপজেলা। অন্যান্য উপজেলায় বিদ্রোহী প্রার্থী থাকলেও এ উপজেলায় কোন দলেই বিদ্রোহী কোন চেয়ারম্যান প্রার্থী নেই। আওয়ামীলীগের রয়েছেন একক প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম, বিএনপির একক প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন সৈয়দ আহমুদুল হক। আওয়ামীলীগ প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামের পক্ষে বিভিন্নভাবে প্রচার প্রচারণা করছেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ। বিএনপি প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী বেলালের পক্ষে বিভিন্নভাবে প্রচার প্রচারণা করছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র জি কে গউছ, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিনুর রশীদ এমরান, সাধারণ সম্পাদক এনামুল হক সেলিমসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ। অনেকটা দলীয় প্রেস্টিজ ইস্যু নিয়েই কাজ করেছেন স্ব স্ব দলের নেতা কর্মীরা। স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আহমুদুল হকের পক্ষে মাঠে কাজ করেছেন তার আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খিসহ এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান বিভিন্নভাবে প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন। আওয়ামীলীগ বিএনপি উভয়ই তাদের প্রার্থীদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। অপরদিকে ব্যক্তি ইমেজকে কাজে লাগিয়ে সৈয়দ আহমুদুল হক বিজয়ী হতে পারেন বলে তাঁর সমর্থকরা আশাবাদী। তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে প্রশাসনের প্রতি দাবী জানাচ্ছেন ভোটাররা। আর সময়ই বলে দেবে কে হাসবেন শেষ হাসি।
হবিগঞ্জ সদর উপজেলায় ১০টি ইউনিয়ন ও ২টি পৌরসভা মিলিয়ে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ৯৫৭ জন। ৮৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com