নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে মহিলাসহ ৩ জনকে আটক করেছে হবিগঞ্জের মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। গতকাল মঙ্গলবার বিকেলে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। দন্ডাদেশপ্রাপ্তরা হলো- নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর গ্রামের মাদক ব্যবসায়ী জহির উল্লাহ (৬০), তার স্ত্রী সুফিয়া বেগম (৫০) ও বাউশা ইউনিয়নের নাদামপুর গ্রামের মৃত উদ্দিছ আলীর পুত্র ইয়াবা ব্যবসায়ী সফর আলী (৪০)। সুত্রে জানা যায়, গতকাল বিকেলে হবিগঞ্জ মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সালামতপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে জহির উল্লাহ ও তার স্ত্রী সুফিয়া বেগমকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে একই দিনে উপজেলার বাউশা নাদামপুর গ্রাম থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সফর আলীকে আটক করা হয়। পরে আটককৃত ৩ জনকে ভ্রাম্যমান আদালতের কার্যালয়ে হাজির করলে সন্ধ্যা ৭টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দেন।