নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাপর গোস্বামী ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভারতের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। গৌরাপদ গোস্বামী উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামের ঐতিবাহী ঠাকুর কৃতি সন্তান। তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন। গৌরাপদ গোস্বামীর মৃত্যু ছাত্রছাত্রী, শিক্ষকমন্ডলীসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।
সূত্রে প্রকাশ, ১৯৮৬ সনে দিনারপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তিনি নিয়োগ লাভ করেন। পরবর্তীতে অতি দক্ষ ও মেধাবী হওয়ার ফলে তিনি সিনিয়র সহকারী শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
সবশেষ ২০১৬ সাল থেকে তিনি সহকারী প্রধান শিক্ষক থেকে ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহন করেন।
গৌরাপদ গৌস্বামীর মৃত্যুতে উপজেলার গজনাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম বজলু, যুবলীগের আহ্বায়ক জমসেদ আলী, ছাত্র উন্নয়ন পরিষদের সভাপতি ছনি চৌধুরী ও দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ২০০০ সন থেকে ২০১৭ সনের সকল শিক্ষার্থী সংবাদ মাধ্যমে প্রেরিত পৃথক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেন।
রবিবার রাতে প্রধান শিক্ষক গৌরাপদ গোস্বামীর মরদেহ নিজ বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছেন তার পরিবার।
সোমবার ছাত্রছাত্রী, শিক্ষকমন্ডলীসহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হবে বলে জানা গেছে।