স্টাফ রিপোর্টার ॥ দলীয় কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষে হবিগঞ্জ জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা দেয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু গতকাল বুধবার এই নতুন কমিটি অনুমোদন দিয়েছেন। নব-গঠিত হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি মনোনীত হয়েছেন মিয়া মোঃ ইলিয়াছ, কুহিনুর আলম সিনিয়র সহ সভাপতি, জালাল আহমেদ সাধারণ সম্পাদক, সফিকুর রহমান সিতু যুগ্ম সাধারণ সম্পাদক ও আমিনুল ইসলাম বাবুল সাংগঠনিক সম্পাদক।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ নতুন কমিটি অনুমোদন দিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে নতুন জেলা কমিটি সাহসী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।