বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

খোশ আমদেদ মাহে রমজান

  • আপডেট টাইম শনিবার, ১৯ মে, ২০১৮
  • ৫০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ দোসরা রমজান। রমজান মাস সিয়ামের মাস। সিয়াম পালনকারীকে বলা হয় সায়িম। ফারসীতে সিয়ামকে বলা হয় রোজা এবং সিয়াম পালনকারীকে বলা হয় রোজাদার। রমজানের সিয়াম ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম। এই সিয়াম পালনের মাধ্যমে যে তাকওয়ার প্রত্যক্ষ প্রশিক্ষণ লাভ হয় তা সায়িমকে আধ্যাত্মিক উন্নতির সর্বোচ্চ শিখরে আরোহণ করায়। ৬২৪ খৃস্টাব্দের মধ্য ফেব্র“য়ারী মুতাবিক দ্বিতীয় হিজরীর মধ্য শা’বানে সিয়ামের বিধান দিয়ে আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ করেন: ওহে তোমরা যারা ঈমান এনেছো! তোমাদেরকে সিয়াম বিধান দেয়া হলো, যেমন বিধান দেয়া হয়েছিলো তোমাদের পূর্ববর্তীদেরকে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো (সূরা বাকারা: আয়াত ১৮৩)। যারা তাকওয়া অর্জন করে তাদেরকে বলা হয় মুত্তাকী। মুত্তাকীদের সম্পর্কে ইরশাদ হয়েছে: আল্লাহ মুত্তাকীদের বন্ধু (সূরা জাছিয়া: আয়াত ১৯)। আল্লাহ মুত্তাকীদের ভালোবাসেন (সূরা আল ইমরান: আয়াত ৭৬)। মুত্তাকীদের জন্য রয়েছে উৎকৃষ্ট আবাস (সূরা সদ: আয়াত ৪৯)।
সুবিহ্ সাদিক হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সাহরী করা যায়। একটু পানি সিয়ামের উদ্দেশ্যে পান করলেও সাহ্রীর সাওয়াব অর্জিত হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম বলেছেনঃ সাহ্রী খাও, নিশ্চয়ই সাহ্রীতে রয়েছে বরকত (প্রাচুর্য)। সিয়াম রেখে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কিছু খেয়ে বা পান করে সিয়াম ভাঙ্গার নাম ইফতার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ মানুষ যতোদিন ত্বরিত (অর্থাৎ সময় হওয়া মাত্র) ইফতার করবে ততোদিন তারা কল্যাণের উপর থাকবে। হাদীসে আছে যে, কেউ কোনো সায়িমকে ইফতার করালে সে সেই সায়িমের সমপরিমাণ পুরস্কার পাবে। এতে সায়িমের পুরস্কার বিন্দুমাত্র কমে যাবে না।
শরী’আতের দৃষ্টিতে প্রাপ্ত বয়স্ক (বালিগ), সুস্থ মস্তিষ্কের অধিকারী (আকিল) এবং শারীরিকভাবে সুস্থ (কাদির) নর-নারীর জন্য রমাদানে সিয়াম পালন করা ফরয। নারীদের মাসিককালীন দিনগুলোতে এবং সন্তান প্রসবজনিত বিশেষ অপবিত্র অবস্থার দিনগুলোতে এটা তাৎক্ষণিকভাবে বর্তায় না। মুসাফির, পীড়িত এবং সাতিশয় বৃদ্ধ-বৃদ্ধার জন্য সুনির্দিষ্ট বিধান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com