শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

বানিয়াচঙ্গে শস্য কর্তন করলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈন উদ্দীন আবদুল্লাহ

  • আপডেট টাইম রবিবার, ১৩ মে, ২০১৮
  • ৪১৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ উৎসব মুখর পরিবেশে গতকাল বানিয়াচঙ্গের যাত্রাপাশা ব্লকের কুন্ডুরপাড় মাঠে ব্রি-ধান ২৯ এর নমুনা শস্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈন উদ্দীন আবদুল্লাহ্। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজমুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসিন, বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলতাবুর রহমান, হবিগঞ্জ কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী, কৃষি বিপনন অধিদপ্তরের ডেপুটি সেক্রেটারি শাহনাজ বেগম, বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউটের পরিচালক তমাল লতা আদিত্য, সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ বশির আহম্মদ সরকার, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মজুমদার ইলিয়াস, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, উপজেলা যুবলীগের সভাপতি ও ৪নং দক্ষিণ পশ্চিম ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, বানিয়াচং উপজেলায় কর্মরত কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দসহ এলাকার স্থানীয় কৃষকবৃন্দ। শস্য কর্তন শেষে হেক্টর প্রতি (শুকনা) ৬.৪৪ মেট্রিকটন ফলন লক্ষ্য করা যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদের পরিচালনায় শস্য কর্তন পরবর্তী কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সচিব মোহাম্মদ মঈন উদ্দীন আবদুল্লাহ বলেন, প্রকৃতিকে কোনভাবেই বিঘিœত করা যাবে না, তাহলে প্রকৃতি ১০ গুণ বেশী প্রতিশোধ নেবে। কৃষক হচ্ছেন আমাদের প্রাণকৃষির স্বার্থে খাল খনন ও নদী খনন প্রকল্প দাখিল করলে কৃষক জনতার স্বার্থে তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com