প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ৩ বারের সভাপতি কেন্দ্রীয় যুবদলের সদস্য মহিবুল ইসলাম শাহীনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুলতানিয়া লাইব্রেরীর সামনে গিয়ে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মঈন উদ্দিন শাহীন, কাজী শামছুল হক শিমুল, ফারুক আহমেদ, শাহ সালাহ উদ্দিন টিটু, এটম, মোতাহের হোসেন, নিজাম উদ্দিন শামীম, আলি রাজা উজ্জল, শোয়াইবুর রহমান শোয়েব, কাউছার রহমান, সৈয়দ মোয়াজ আহমেদ মিতু, আনন্দ, ফাহাদ, কাউছার আহমেদ, তোফায়েল আহমেদ, রাজন মিয়া, আব্দুল কাদির, আব্দুল হাদিছ, মোঃ শরিফ উদ্দিন, মোতাব্বির হোসেন, কাজী মিটুন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, খালেদা জিয়াকে আটক করে যুবদল তথা বিএনপি ও অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মীকে দমিয়ে রাখা যাবেনা। শীঘ্রই খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে অন্যথায় আপামর জনতাকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলা হবে।