শনিবার, ২৪ মে ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন

যুবদল নেতা নিয়ামুল হক মাক্সিমের নেতৃত্বে লন্ডনে বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮
  • ৮৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে গত সোমবার ১৬ এপ্রিল রাতে লন্ডনে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্য বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দুপুর থেকেই ওয়েষ্টমিনিস্টারে বিক্ষোভ প্রদর্শন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের প্রতিবাদে। বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিএনপি, যুবদল নেতাকর্মীরা অংশ নেয়। এ সময় তারা কারাবন্দী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি জানায়। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে বাংলাদেশে গুম, হত্যা, খুন এবং বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের জেল, জুলুম বন্ধে বিশ্ব নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন। যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসাইন, সিনিয়র সহ-সভাপতি বাকি বিল্লাহ জালাল, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও যুক্তরাজ্য যুবদল নেতা মোঃ নিয়ামুল হক ম্যাক্সিমের নেতৃত্বে যুক্তরাজ্য যুবদলের কয়েক শতাধিক নেতাকর্মী বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। যুক্তরাজ্য যুবদলনেতা মোঃ নিয়ামুল হক ম্যাক্সিম বলেন, আমরা কমনওয়েলথসহ বিশ্ব নেতাদের কাছে খালেদা জিয়ার দ্রুত মুক্তি ও দেশে মানবাধিকার এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে সরকারের উপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন গণতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com