নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের হিরা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম বশির আহমেদ সরকারী শিক্ষা সফরে নিউজিল্যান্ড যাচ্ছেন। আগামী ১৩ এপ্রিল শুক্রবার দুপুরে তিনি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সফরকালে তিনি আই.সি.টি বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করবেন। সারাদেশের ২৫ শিক্ষক ও সরকারী কর্মকর্তাসহ ২৭ জন এ প্রশিক্ষনে অংশ গ্রহন করবেন বলে জানা গেছে। এরমধ্যে হবিগঞ্জ জেলার মধ্যে একমাত্র এটিএম বশির আহমেদ এ সুযোগ পাওয়ায় শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিকে আই.সি.টি বিষয়ে প্রশিক্ষনে অংশ গ্রহন করার সুযোগ পাওয়ায় শিক্ষক এটিএম বশির আহমেদ সকলের নিকট দোয়া কামনা করেছেন।