বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে-তারেক রহমান হবিগঞ্জে অর্ধকোটি টাকার মালামাল ও যানবাহন আটক করেছে বিজিবি স্কুল ছাত্রী অপহরণের দেড় মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার বানিয়াচংয়ে কর্মরত কর্মকর্তাদের সাথে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিমময় সভা অনুষ্ঠিত আউশকান্দিতে প্রবাসীর জায়গা দখলের চেষ্টার অভিযোগ মাধবপুরে ১৫’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেফতার শায়েস্তাগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শহরে বিদ্যুতের ভেলকিবাজি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাংবাদিক সম্মেলন ॥ হবিগঞ্জ চেম্বারে প্রশাসক নিয়োগ ও নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবী

২১ এবং ৭১ এর চেতনায় দেশ গড়তে কাজ করছে সরকার-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং একুশে ফেব্র“য়ারির মর্যাদা প্রাপ্তির মধ্য দিয়ে শহীদদের আত্মবলিদান সার্থক হয়েছে। একুশ এবং একাত্তর একই চেতনার ওপর প্রতিষ্ঠিত। বর্তমান সরকার ২১ এবং ৭১ এর চেতনায় অসাম্প্রদায়িক চেতনায় আধুনিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই আধুনিকায়ন হবে নিজের ভাষা এবং সংস্কৃতিকে সমৃদ্ধির মাধ্যমে। বাংলা ভাষা যাতে ভবিষ্যতে কোনো ভাষার আগ্রাসনের শিকার না হয় তার জন্য সরকার নিরন্তর গবেষণা ও আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছে। বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে লক্ষ্যে আজীবন সংগ্রাম করেছিলেন সেই সংগ্রাম সফল হতে চলেছে। অচিরেই দেশ মধ্যম আয়ের দেশে রূপ নিচ্ছে। যদি দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয় তাহলে বাংলা ভাষাও বিশ্ব দরবারে নিজের অবস্থান গড়ে নিতে সক্ষম হবে। সরকার জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে বাংলা ভাষাকে ব্যবহারের ব্যবস্থা নেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রচেষ্টার পেছনেও দরকার অর্থনৈতিক সমৃদ্ধি। কিন্তু সরকারের এই সফলতাকে ম্লান করে দিয়ে দেশকে ব্যর্থ রাষ্ট্রে রূপান্তরের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বিএনপি-জামায়াত। তারা দুর্নীতি করেও যাতে বিচার না হয় সেই ধরণের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়। কিন্তু আওয়ামী লীগ চায় আইনের চোখে সকলই সমান এবং সাম্যের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে।
জেলা প্রশাসক মনীষ চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা, হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ সফিউল আলম ও সাবেক পিপি এডভোকেট এম আকবর হোসেইন জিত,ু জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com