সোমবার, ১৯ মে ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ৩ দিনে ৩ কোটি টাকার মালামাল আটক মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেনা-পুলিশের টহলে পালিয়েছে দালাল চক্র শহরে নিউ লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টার সিলগালা ॥ দুইজনের কারাদণ্ড সাবেক এমপি ব্যারিস্টার সুমনের এপিএস পরিচয়দানকারী নিজামকে পুলিশে দিয়েছে জনতা ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে নবীগঞ্জে তৌহিদ চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালিত হিয়ালার মাওলানা আহমদ আব্দুল্লাহ’র জানাযা সম্পন্ন হবিগঞ্জ পৌর আ.লীগ নেতা জালাল উদ্দিন জুয়েল গ্রেপ্তার শায়েস্তাগঞ্জে পলাতক আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪ মাস পর এসেছে ৭৫০ নতুন টিসিবি স্মার্ট কার্ড

বানিয়াচং উপজেলা যুব উন্নয়ন অফিসার সারোয়ার সুলতান আহমেদকে গণ-সংবর্ধনা

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা যুব উন্নয়ন অফিসার সারোয়ার সুলতান আহমেদ এর সততা ও বদলী জনিত বিদায় উপলক্ষে তাঁকে এলাকাবাসীর উদ্যোগে গণ-সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় ১নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুঃ আসাদুজ্জামান। গণ-সংবর্ধনা বাস্তায়ন কমিটির আহবায়ক প্রেসক্লাব সেক্রেটারী সাংবাদিক ইমদাদুল হোসেন খান এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক মখলিছ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কোরআন তেলায়াত করেন হাফেজ মিছবাউর রহমান খান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১নং উত্তর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন, ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, সংবর্ধিত ব্যক্তি সারোয়ার সুলতান আহমেদ, বানিয়াচং আইডিয়েল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ, বিএসডি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোবাশ্বির আহমেদ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক উপাধ্যক্ষ মুফতি আতাউর রহমান, জেলা জমিয়তের সাবেক সাধারন সম্পাদক হাজ্বী ফরিদ উল্বা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপজেলা বিএনপির আহবায়ক মুজিবুল হোসেন মারুফ, কমিউনিস্ট পার্টির সম্পাদক মোহাম্মদ আলী, লোক গবেষক আবু সালেহ আহমেদ, মুক্তিদূত এর আহবায়ক মুক্তিযোদ্ধা আলী হায়দার, অবসরপ্রাপ্ত উদ্ভিদ সংরক্ষণ অফিসার সমাজ সেবক আলম উদ্দিন, মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান ঠাকুর, উপজেলা তৃতীয় শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মহি উদ্দিন আগা খান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক নকীব ফজলে রকিব মাখম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক আবু আশরাফ চৌধুরী বাবু, বিশিষ্ট ব্যবসায়ী মহিবুর রহমান মাসুম, আওয়ামীলীগ নেতা মোয়াজ উদ্দিন, ব্যবসায়ী সৈয়দ মোঃ ফয়সল আহমেদ, তরুন কবি ও লেখক সাহাব উদ্দিন আহমেদ, জেলা ছাত্রফ্রন্ট এর সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পলাশ, বানিয়াচং পল্লীরাজ ক্যাবল সার্ভিস এর সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সদস্য সুভাষ বৈদ্য, তোফাজ্জ্বল হোসেন, সাঈদ মিয়া, উপজেলা উদীচীর সম্পাদক রিপন চন্দ্র দাশ, মুক্তিদূত এর সদস্য সচিব খোকন মিয়া, ছাত্রফ্রন্ট এর সেক্রেটারী মিনহাজুর রহমান তারেক প্রমুখ। অনুষ্ঠানের শেষাংশে আয়োজক ও অতিথিবৃন্দ সংবর্ধিত ব্যক্তি সারোয়ার সুলতান আহমেদ এর হাতে সম্মাননা ক্রেষ্ট তোলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com