স্টাফ রিপোর্টার ॥ সিলেট-আখাউড়া রেল সড়কে শাহজীবাজার স্টেশনের ২শ গজ দুর থেকে এক ব্যক্তির খন্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার এসআই তারিকুজ্জামান ওই এলাকার রেল লাইনের পাশ থেকে ওই লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। তিনি জানান, সকালে স্থানীয় লোকজন ওই স্থানে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তিনি জানান, চল্লিশোর্ধ্ব ওই ব্যক্তির পরণে লুঙ্গি ও শার্ট ছিল। তার পরিচয় পাওয়া যায়নি।