শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

সকল রাস্তা যানজটমুক্ত রাখার সিদ্ধান্ত সিএনজির অতিরিক্ত ভাড়া ও হয়রানি বন্ধে বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগ

  • আপডেট টাইম শুক্রবার, ৭ মার্চ, ২০১৪
  • ৩৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিএনজি অটোরিক্সার অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে বানিয়াচং উপজেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে। গতকাল ইউএনও এসএম মুনীর উদ্দীন বানিয়াচং সিএনজি মালিক সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবরে নোটিশ প্রেরণ করেন। যার অনুলিপি হবিগঞ্জের জেলা ম্যাজিষ্ট্রেট, পুলিশ সুপার, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান, বানিয়াচং থানার ওসি, সকল ইউ.পি চেয়ারম্যান, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদক, সকল বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক ও বাস, জীপ, ম্যাক্সি সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবরে প্রেরণ করা হয়। নোটিশে উল্লেখ করা হয়, সিএনজি অটোরিক্সা মালিক সমিতির মাধ্যমে বানিয়াচং-হবিগঞ্জ রাস্তায় দীর্ঘদিন যাবত বেশ কিছু সিএনজি অটোরিক্সা চলাচল করছে। উপজেলা পরিষদ ও সিএনজি অটোরিক্সা মালিক সমিতি কর্তৃক আলাপ-আলোচনা ও সমঝোতার ভিত্তিতে উক্ত পথের ভাড়া যাত্রীপ্রতি ৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। অথচ সম্প্রতি প্রতিনিয়ত অভিযোগ আসছে  যখন-তখন হবিগঞ্জ ও বানিয়াচং স্ট্যান্ডে গাড়ীর সংখ্যা কমে যায় এবং যাত্রীর সংখ্যা বেশি হয় তখন যাত্রীপ্রতি নির্ধারিত ভাড়া ৩০ টাকার পরিবর্তে ৪০ হতে ৫০ টাকা আদায় করা হয় অথবা সিএনজি অটোরিক্সা রিজার্ভ নিতে হবে বলে যাত্রী সাধারণকে হয়রানি করা হয়। তাছাড়া সন্ধ্যা হলেই যাত্রীদের নিকট থেকে ইচ্ছামাফিক হারে বেশি ভাড়া আদায় করা হয়। এ নিয়ে যেকোন সময় অনাকাংখিত পরিস্থিতর উদ্ভবসহ আইন-শৃংখলার চরম অবনতি ঘটার আশংকা রয়েছে। তাছাড়া অধিকাংশ অটোরিক্সাতেই চালকের লাইসেন্সসহ সংশ্লিষ্ট কাগজপত্র পাওয়া যায় না। এ অবস্থায় যাত্রী সাধারণের নিকট হতে নির্ধারিত ভাড়া আদায় করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় জনস্বার্থে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে গত ২৬ ফেব্র“য়ারী উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় বানিয়াচং উপজেলার সকল রাস্তা যানজটমুক্ত রাখাসহ অবৈধ স্থাপনা ও পার্কিং বন্ধের সিদ্ধান্ত নেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ওই সভাতেই সিএনজি অটোরিক্সার ইচ্ছামাফিক ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর ও কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য ইউএনওকে দায়িত্ব দেয়া হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com