মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যবস্থাপনা কমিটির সভায় এমপি আবু জাহির ॥ জেলা সদর হাসপাতালে কর্মরতদের জনকল্যাণমুখী হওয়ার নির্দেশ বানিয়াচংয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ॥ নির্বাচনে অনিয়ম-জালিয়াতি বরদাশত করা হবে না নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরীর বিরুদ্ধে ধর্ষণ মামলার আসামীর পক্ষে শালিসনামা প্রদানের অভিযোগ সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে নতুন ৪ সদস্য চুনারুঘাটে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিন্দ্বন্দ্বিতায় তৃনমূলের জনপ্রিয় প্রার্থী রায়হান উদ্দিন নসরতপুরে মাইক্রোবাস চালককে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে মারধোর করার অভিযোগ ॥ সড়ক অবরোধ মাতৃমঙ্গলের আয়া চন্দনার বিরুদ্ধে ক্লিনিকে রোগীর পাঠানোর অভিযোগ শহর থেকে আবারও মোটর সাইকেল চুরি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নজরুল গ্রেফতার নবীগঞ্জে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি ॥ ব্যাপক ক্ষয়ক্ষতি

নবীগঞ্জে বিদ্যুতের আলোয় আলোকিত ৭৬টি পরিবার ॥ উদ্বোধন করলেন আলমগীর চৌধুরী

  • আপডেট টাইম সোমবার, ৮ জানুয়ারী, ২০১৮
  • ৩৬৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ কান্দিপাড়া গ্রামে বিদ্যুতের আলোয় আলোকিত হল ৭৬টি পরিবার। গতকাল রবিবার বিকালে নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাডঃ আলমগীর চৌধুরী আনুষ্ঠানিকভাবে এসব পরিবারের মাঝে বিদ্যুত সংযোগ উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগানকে সামনে রেখে চলতি বছরের মাঝামাঝি সময়ে নবীগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। বর্তমান সরকার বিদ্যুৎসহ সর্বক্ষেত্রে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। তাই আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে এই উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। এসব পরিবারের মঝে বিদ্যুত সংযোগ প্রদানে ৩৫ লাখ টাকা ব্যয় হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ এটিএম সালাম। স্বেচ্ছাসেবকলীগ নেতা আলী হাছান লিটনের পরিচালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি এড. ফারুক আহমেদ, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল বারি, জে কে হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা আওয়ামীলীগের সদস্য ১নং ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক গৌতম দাশ, স্বেচ্ছাসেবকলীগ নেতা সোহাগ আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বী আব্দুর রহমান, কুরুশ আলী, কমর উদ্দিন সকাল, ফারুক মিয়া প্রমুখ। পরে প্রধান অতিথি সুইচ টিপে বিদ্যুতায়নের উদ্বোধন করেন। দীর্ঘদিন পর এই এলাকায় বিদ্যুতায়ন হওয়ায় স্থানীয় লোকজনের মাঝে উৎসবের আমেজ দেখা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com