বুধবার, ২৮ মে ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে জাইকার সহায়তায় ২২৯৮ জোড়া বেঞ্চ বিতরন চুনারুঘাটের কালেঙ্গা সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশইন করেছে বিএসএফ মোহন সিনেমা হলে ধর্ষণের ঘটনায় ছাত্রীকে আদালতে হাজিরের নির্দেশ সেবা বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ ॥ বানিয়াচংয়ে হত্যা মামলায় পলাতক ইউপি চেয়ারম্যান সাংবাদিক জাহেদ আলীর পিতার ইন্তেকাল ॥ আজ জানাযা মতবিনিময় সভায় এডভোকেট চৌধুরী নোমান দেশের মানুষ গণঅধিকার পরিষদকে নিয়ে স্বপ্ন দেখছেন শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে উমেদনগর মিশুক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সহ-সভাপতি সাদিকুল ইসলাম পাবেল বহিস্কার মাধবপুরে দোকান থেকে ডেকে নিয়ে চাচাত ভাইকে কুপিয়ে হত্যা মহাসড়কে ট্রাক চাপায় বাসের হেলপার নিহত বিজিবির অভিযানে ২০ কেজি গাজাঁসহ মালামাল আটক

নবীগঞ্জ পৌরসভার টিএলসিসি সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ১ জানুয়ারী, ২০১৮
  • ৫৩৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেছেন, নবীগঞ্জ পৌরবাসীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে শহর সমন্বয় কমিটি পৌর পরিষদকে সঠিক নির্দেশনার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সভায় নারী সদস্যদের উপস্থিতি আশানুরূপ হওয়ায় নারী নেতৃবৃন্দকে সভার পক্ষ থেকে তিনি ধন্যবাদ জানান। তিনি নবীগঞ্জ শহরের সার্বিক উন্নয়নে টিএলসিসি, পৌর-পরিষদ, অফিসের কর্মকর্তা-কর্মচারী সহ পৌরসভার সকল শ্রেণি পেশার নাগরিকবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে পৌরসভায় ওয়াটার সাপ্লাইর কাজ শুরু হয়ে গেছে বলে শুভ সংবাদটি তিনি দেন। ২০১৯ সালের মধ্যে পৌরবাসীর দীর্ঘ দিনের দাবি বিশুদ্ধ পানি পাবেন বলে আশ্বস্ত করেন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন- শহিদ মিনারের কাজ দ্রুত গতিতে চলছে। মহান ২১শে ফেব্র“য়ারীর দিনে পৌরবাসী পৌরসভা কর্তৃক নব নির্মিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। স্মৃতিস্তম্ভ থেকে শাখা বরাকের তীর ঘেষা শহীদ সাবাজ আলী সড়ক পর্যন্ত সদ্য বর্ধিত এ স্পটকে “তমাল উদ্যান” ঘোষণাকরেন। নতুন বছরের প্রথম দিনে আইডিয়াল স্কুলে বই উৎসবে সকলের উপস্থিতি কামনা করেন। নবীগঞ্জ শহরকে যানজটমুক্ত রাখতে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও ও নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সহ সচেতন পৌর নাগরিকবৃন্দের সহযোগিতা কামনা করেন। পৌরসভার সার্বিক উন্নয়নের জন্য জনগণকে সম্পৃক্ত করে আগামী মাসে পৌরসভার ৯টি ওয়ার্ডে উঠান বৈঠকের আয়োজন করা হবে বলে জানান।
গতকাল রবিবার নবীগঞ্জ পৌরসভার সভাকক্ষে শহর উন্নয়ন কমিটির সভায় সভাপতিত্ব করেন।
পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌর-শহর সমন্বয় কমিটির অন্যতম সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, কাউন্সিলর মোঃ আঃ সালাম, কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, কাউন্সিলর মোঃ সুন্দর আলী, কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেব, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপক (গঊ) শাহাব উদ্দিন, সাবেক সংরক্ষিত কাউন্সিলর মীনা আক্তার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, সংরক্ষিত কাউন্সিলর মোছাঃ রোকেয়া বেগম ও সৈয়দা নাসিমা বেগম, কাউন্সিলর মোঃ কবির মিয়া, কাউন্সিলর মোঃ জাকির হোসেন, সাবেক সংরক্ষিত কাউন্সিলর দেবলা দাশ, ফুর্শিদা ইয়াসমিন, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল হক, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, স্যানেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, কর আদায়কারী আলহাজ্ব মোহাম্মদ ইকবাল আহমেদ, সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তী, হাছনা বেগম, মাজেদা চৌধুরী, মিসেস মিলা আক্তার, ফুলন সূত্রধর, আলহাজ্ব মোঃ আবু বকর, জুয়েল চৌধুরী, আল আমীন সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com