সোমবার, ১৯ মে ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ৩ দিনে ৩ কোটি টাকার মালামাল আটক মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেনা-পুলিশের টহলে পালিয়েছে দালাল চক্র শহরে নিউ লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টার সিলগালা ॥ দুইজনের কারাদণ্ড সাবেক এমপি ব্যারিস্টার সুমনের এপিএস পরিচয়দানকারী নিজামকে পুলিশে দিয়েছে জনতা ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে নবীগঞ্জে তৌহিদ চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালিত হিয়ালার মাওলানা আহমদ আব্দুল্লাহ’র জানাযা সম্পন্ন হবিগঞ্জ পৌর আ.লীগ নেতা জালাল উদ্দিন জুয়েল গ্রেপ্তার শায়েস্তাগঞ্জে পলাতক আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪ মাস পর এসেছে ৭৫০ নতুন টিসিবি স্মার্ট কার্ড

নবীগঞ্জের সাংবাদিক আজাদকে স্থানীয় সরকার সাংবাদিকতায় এ্যাওয়ার্ড প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০১৪
  • ৩৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় সরকার সাংবাদিকতায় দৈনিক সমকাল  এর নবীগঞ্জ প্রতিনিধি এম এ আহমদ আজাদ সহ সিলেট ও রাজশাহী বিভাগের ৫ জন সাংবাদিক এওয়ার্ড লাভ করেছেন।
মঙ্গলবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে আয়োজিত ‘স্থানীয় সরকার সাংবাদিকতা ঃ অগ্রগতি ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) ও পিআইবি’র যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ৫ জন সাংবাদিককে এমএমসি স্থানীয় সরকার সাংবাদিকতা পুরস্কার ২০১৩ তুলে দেওয়া হয়। পুরস্কার বিজয়ীরা হলেন- সেরা প্রতিবেদন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন রাজশাহীর দৈনিক ‘সোনার দেশ-এর মোস্তাকিমা তাবাসসুম ও সিলেটের জকিগঞ্জের কালেরকন্ঠ ও দৈনিক সবুজ সিলেট-এর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। এ ছাড়া বিশেষ প্রতিবেদন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন সমকালের মৌলভীবাজারের কমলগঞ্জ প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ এবং দৈনিক সমকালের নবীগঞ্জ প্রতিনিধি এম এ আহমদ আজাদ এবং রাজশাহীর সানশাইন-এর ফেরদৌস সিদ্দিকী। পুরস্কার হিসেবে সেরা দুই প্রতিবেদকের প্রত্যেককে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। পিআইবি’র মহাপরিচালক মোঃ শাহ আলমগীর সভাপতিত্বে ও এমএমসি’র নির্বাহী পরিচালক কামরুল হাসান মঞ্জুর সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ। বক্তব্য রাখেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি)’র সিনিয়র প্রোগ্রাম অফিসার সাবিনা ইয়াসমিন লুবনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গোলাম রহমান ও সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, চিফ অফ অপারেশনস আরশাদ সিদ্দিকী ও ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক মোসাব্বের হোসেন, পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক এম এ আহমদ আজাদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com