নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাও গ্রামের লন্ডন প্রবাসীর সিটিজেন কন্যাকে ৪/৫ জনের একদল দুর্বৃত্ত অপহরন করেছে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।
গতকাল দুপুরে নবীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে অপরহণ করার সময় সহযোগিতা করার অপরাধে অভিযুক্ত অপহরণকারী আবুল বাসার টিপুর দুলাভাই সুহেল ও তার ব্যবসায়ী পার্টনার মিজানকে আটক করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, ঘোলডুবা গ্রামের আবুল কাশেম মিয়ার পুত্র আবুল বাসার টিপু নবীগঞ্জ করগাও ইউনিয়নের লন্ডন প্রবাসীর সিটিজেন কন্যাকে গত রবিবার সকালে শহরের হিরা মিয়া গার্লস হাই স্কুলের সামন ইহতে গাড়ি যোগে অপহরন করে নিয়ে যায়। এ অভিযোগে প্রেক্ষিতে থানার সাব ইন্সেপেক্টর মিজানুর রহমান গতকাল মঙ্গলবার দুপুরে শহরের বাহারী ফ্যাশন দোকান থেকে অপহরণ কাছে টিপু আহমদকে সহযোগিতারর কারনে তার দুলাভাই সুহেলকে শহরের ওসমানী রোডস্থ বাসা থেকে ও কুর্শি ইউনিয়নের বাজকাশারা গ্রামের মিজানকে আটক করে নবীগঞ্জ থানা পুলিশ। পুলিশ জানায় টিপু গ্রেফতারে বিভিন্ন জায়গায় পুলিশের অভিযান অব্যহত রয়েছে। এদিকে টিপু ঢাকায় এফিডেভিটের মাধ্যমে বিবাহ বন্ধনে অবদ্ধ হয়ে মর্মে কাগজ টিপু ফ্যাক্স যোগে থানায় প্রেরন করেছে।