প্রেস বিজ্ঞপ্তি ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশায় নৃ-গোষ্ঠী সংখ্যালঘু পরিবারের উপর দূর্বৃত্তদের হামলা ও ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। গতকাল পত্রিকা পদত্ত এক বিবৃতিতে নেতাকর্মীরা ও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে স্বাক্ষরকারী নেতৃবৃন্দরা হলেন, বিশিষ্ট আইনজীবি এডভোকেট অহীন্দ্র দত্ত চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বরাজ রঞ্জন বিশ্বাস, হবিগঞ্জ আইনজীবি সমিতির সাবেক সহ-সভাপতি এডভোকেট মূরলী ধর দাশ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শংখ শুভ্র রায়, পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, হবিগঞ্জ জেলা রবিদাস সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জীবন রবিদাস, সহ-সভাপতি নারায়ন রবিদাস, জাগ্রত রবিদাস বাংলাদেশ ওয়াটসঅ্যাপ গ্রোপ কেন্দ্রীয় কমিটির সভাপতি উজ্জল রবিদাস, ও মহাসচিব রঞ্জু রবিদাস, নাগরিক আন্দোলনের সংগঠক মোশাররফ হোসেন শান্ত, তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটি হবিগঞ্জ জেলা যুগ্ম আহবায়ক এডভোকেট কামরুল ইসলাম, বাসদ (মার্কসবাদি) হবিগঞ্জ জেলা সংগঠক শফিকুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা রবিদাস সমাজ কল্যান সংস্থার সভাপতি বীরবল রবিদাস, সাধারণ সম্পাদক রনজিত রবিদাস, বানিয়াচং উপজেলা শাখার সভাপতি রঙ্গলাল রবিদাস (রঞ্জু), সাধারণ সম্পাদক রুবেল রবিদাস, হবিগঞ্জ সদর শাখার সভাপতি নরেশ রবিদাস (টুনটুন), সাধারণ সম্পাদক ডাঃ মন্টু রবিদাস, মাধবপুর উপজেলা শাখার সভাপতি এডভোকেট পন্ডিত রবিদাস, সাধারণ সম্পাদক সন্তোষ রবিদাস। নেতৃবৃন্দরা শিবপাশায় নৃ-গোষ্ঠী সংখ্যালঘু পরিবারের উপর দূর্বৃত্তদের হামলা ও ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং অবিলম্বে হামলা ও ভাংচুরের সাথে যুক্ত সকল অপরাধীকে আইনের আওতায় এনে গ্রেফতার ও বিচারের দাবী জানান।