শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

গ্রামীন অবকাঠামো উন্নয়নে শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেনÑডাঃ মুশফিক

  • আপডেট টাইম সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭
  • ৪২৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নস্থ পাইকপাড়া গ্রামবাসীর উদ্যোগে এলাকার উন্নয়নের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট মুরুব্বী সাবেক ইউপি মেম্বার হাজী গিয়াস উদ্দিন আহমেদ (নাইওর মিয়া) এর সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরীর পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগর সহ-সভাপতি এ্যাড. আবুল ফজল, বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল মালিক।
বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ছল্লুক মিয়া চৌধুরী, ইউপি সদস্য মোঃ আবুল কাশেম, বিশিষ্ট মুরুব্বী মকছুদ মিয়া চৌধুরী, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান টেনু, বাউসা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লাক তালুকদার, আওয়ামীলীগ নেতা মদরিছ মিয়া, সৈয়দ আহমদ আলী, এলাকার মুরুব্বী আলাল মিয়া, সিরাজুল ইসলাম, মুক্তাদির হোসেন, রফিক মিয়া, বারিক মিয়া প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মোঃ তারেক, শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ সজল মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ-বাহুবল আসনের মনোনয়ন প্রত্যাশী ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করার লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে আমি জেলার প্রতিটি গ্রামে কাজ করে যাচ্ছি। পাইকপাড়া আমার নিজ এলাকা হিসেবে গ্রামের উন্নয়নে অগ্রাধীকার ভিত্তিতে কাজ করব। এ সময় এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে হাওরে যাতায়াতের জন্য একটি রাস্তা ও একটি ব্রিজ নির্মাণ করার ঘোষনা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com