প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গ উপজেলার কাগাপাশা ইউনিয়ন কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কাগাপাশ জনতা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়নের কৃষকলীগ সভাপতি আজিজুল হাকিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোহেল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হবিগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির রেজা।
বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকলীগ নেতা আব্দুর রউফ, কাজী মাসুক, মহিবুল হাসান তালুকদার কাউছার, সামাল হোসেন, প্রফেসর এনামুল হক, বানিয়াচঙ্গ উপজেলা কৃষকলীগ সভাপতি রুহুল কিবরিয়া বুলবুল ও সাধারণ সম্পাদক সামছুল হক ঠাকুর, সোহাগ মিয়া, কাউছার মিয়া, মোকাম্মিল হোসেন কাউছার, শামীম মিয়া, হরজু রহমান, ফুল মিয়া, ক্বারী নুরুল হক, আব্দুর রহমান, জুবায়ের আহমেদ, হারুন মিয়া, ধন মিয়া, মিজানুর রহমান, মতিন মিয়া, মেহের মিয়া, আবু তাহের, তাজুল ইসলাম প্রমূখ।
এছাড়াও সভায় ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে হুমায়ূন কবির রেজা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল বেধাভেদ ভুলে নৌকা প্রার্থীদের নির্বাচিত করতে হবে। সভায় বক্তারা জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ূন কবির রেজাকে আগামী নির্বাচনে দলীয় এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার জোর দাবি জানান। সভায় আগামী ১৪ অক্টোম্বর কাগাপাশা ইউনিয়ন কৃষকলীগের সম্মেলনের সিদ্ধান্ত নেয়া হয়।