বুধবার, ২৮ মে ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে জাইকার সহায়তায় ২২৯৮ জোড়া বেঞ্চ বিতরন চুনারুঘাটের কালেঙ্গা সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশইন করেছে বিএসএফ মোহন সিনেমা হলে ধর্ষণের ঘটনায় ছাত্রীকে আদালতে হাজিরের নির্দেশ সেবা বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ ॥ বানিয়াচংয়ে হত্যা মামলায় পলাতক ইউপি চেয়ারম্যান সাংবাদিক জাহেদ আলীর পিতার ইন্তেকাল ॥ আজ জানাযা মতবিনিময় সভায় এডভোকেট চৌধুরী নোমান দেশের মানুষ গণঅধিকার পরিষদকে নিয়ে স্বপ্ন দেখছেন শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে উমেদনগর মিশুক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সহ-সভাপতি সাদিকুল ইসলাম পাবেল বহিস্কার মাধবপুরে দোকান থেকে ডেকে নিয়ে চাচাত ভাইকে কুপিয়ে হত্যা মহাসড়কে ট্রাক চাপায় বাসের হেলপার নিহত বিজিবির অভিযানে ২০ কেজি গাজাঁসহ মালামাল আটক

পইলে ব্র্যাক অফিসের পরিত্যক্ত ঘরে জুয়ার আসর

  • আপডেট টাইম সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের বিভিন্নস্থানে জুয়ার আসর জমজমাট হয়ে উঠেছে। তিন তাস, কাইট, হাজারী, কেরামসহ বিভিন্ন আইটেমের জুয়ার আসরে লাখ লাখ টাকার খেলা চলে। ক্লাব, রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের অফিস, সমিতির অফিস, মার্কেট ও দোকান ঘরে বসে তালিকাভুক্ত জুয়াড়ি, এলাকার মাস্তান, পেশাদার ছিনতাইকারী, ছিঁচকে চোর থেকে শুরু করে দিনমজুরও অংশগ্রহণ করছে। কোনো কোনো এলাকায় জুয়ার আসরকে কেন্দ্র করে গড়ে উঠেছে একাধিক মাদকের স্পট। চলছে নির্বিঘেœ মাদক বেচাকেনা। উঠতি বয়সীরা জুয়া ও নেশায় আসক্ত হয়ে পড়ছে। এ নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন। আবার জুয়ার আসরকে ঘিরে অপরাধীদের আনাগোনাও আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। এদিকে, লামা পইল গ্রামের নোয়াহাটিতে (নমঃসূত্র বাড়ি) ব্র্যাকের পরিত্যক্ত একটি স্কুল ঘরে চলছে জমজমাট জুয়ার আসর। প্রতিদিন বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত সেখানে চলে জমজমাট জুয়া খেলা। হবিগঞ্জ শহরসহ বিভিন্ন এলাকা থেকে সেখানে গিয়ে জুয়ায় অংশ নেয় পেশাদার জুয়ারিরা। শুধু পেশাদার জুয়ারি নয়, এলাকার অনেক যুবক ছেলেরাও শখের বসে তাদের সাথে খেলতে গিয়ে হয়ে পুরোপুরি জুয়ারি হয়ে উঠছে। স্থানীয় লোকজন জানান, ওই ঘরে দীর্ঘদিন ধরেই ওই ঘরে চলছে জুয়ার জমজমাট আসর। এলাকাবাসী কোন প্রতিবাদ করলে দেয়া হচ্ছে বিভিন্ন ধরণের হুমকি-ধামকি। তাই ভয়ে এলাকাবাসী কিছু বলতে সাহস পাচ্ছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, ওই ঘরের পাশ দিয়ে প্রতিদিন ছেলে মেয়েরা স্কুল কলেজে যাওয়া আসা করে। অনেক সময় শিক্ষার্থীরা ওই ঘরের পাশে দাড়িয়ে খেলা দেখতে মগ্ন থাকে।
উল্লেখ্য, কিছুদিন আগে ওই এলাকায় পুলিশের টহল থাকলেও সম্প্রতি পুলিশি টহল কমে যাওয়ায় জুয়ারিরা নিরাপদে তাদের খেলা চালিয়ে যাচ্ছে। এছাড়া পুলিশি টহল থাকলেও গ্রামের ভেতরে টহল না দেয়ায় ওই ঘরটি তাদের জুয়ার অভয়াশ্রমে পরিণত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com