শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১ সদর হাসপাতালে ডাক্তার থাকে ঘুমে ॥ চিকিৎসা করে ইর্ন্টানীরা হবিগঞ্জ শহরে পকেটমারের অভিযোগে আওয়াল আটক মাধবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহানের গণসংযোগ লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন

হবিগঞ্জের এডঃ মারুফ চৌধুরী আর নেই

  • আপডেট টাইম বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৪১ বা পড়া হয়েছে

মোহাম্মদ আলী মমিন ॥ আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মরহুম মাহবুব উদ্দিন চৌধুরীর ছোট ভাই মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হবিগঞ্জ বার এসোসিশনের সাবেক সভাপতি এডঃ মারুফ উদ্দিন চৌধুরী ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৯ বছর।
গত ৩ বছর পূর্বে শায়েস্তানগর উচাইল মার্কেটের পূর্ব দিকে নিজ বাসার সামনে সড়ক দুর্ঘটনায় আহত হলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠেননি। কয়েক দিন পূর্বে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকাস্থ সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এডঃ মারুফ উদ্দিন চৌধুরী স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ আছর হবিগঞ্জ জেকে এন্ড এইচকে হাই স্কুল মাঠে ও বাদ মাগরিব মাধবপুর উপজেলাস্থ নিজ বাড়ী পিয়াইম চৌধুরী বাড়ীতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। হবিগঞ্জ জেলার অত্যন্ত সুপরিচিত স্বজ্জন, পরিচ্ছন্ন ত্যাগী রাজনীতিবিদ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডঃ মারুফ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান এমপি, সুপ্রীম কোর্টের আইনজীবি এডঃ মোঃ মাহবুব আলী এমপি, সংরক্ষিত সংসদ সদস্য এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী, পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ, হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি জিপি আফিল উদ্দিন ও সাধারণ সম্পাদক এডঃ লুৎফুর রহমান তালুকদার, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এডঃ আব্দুল মোতালিব চৌধুরী ও এডঃ চৌধুরী আশরাফুল বারী নোমান, হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক,  সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি আলহাজ্ব শামীম আহছান, মোঃ ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এডঃ সৈয়দ আফরোজ বখত, সাধারণ সম্পাদক এডঃ আব্দুল আওয়াল তালুকদার, এডঃ মোঃ আশরাফ উদ্দিন আহমেদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com