শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে বাস চাপায় ২ পথচারী নিহত শতাধিক পরিবারের ৫৫ একর ভূমি লীজ নিয়ে বিরোধ ॥ সাতাইহাল পূর্বপাড়া সমিতি ও শ্রীমঙ্গল টি স্টেটের লোকজনের মধ্যে উত্তেজনা ॥ সংঘর্ষের আশঙ্কা বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ১২ বছর ॥ ইলিয়াস আলীর জন্য দোয়া চাইলেন তাহসিনা রুশদীর লুনা নবীগঞ্জে লটারির মাধ্যমে হারভেস্টার মেশিন বিতরণের তালিকা নির্ধারণ চুনারুঘাটে বিপুল পরিমাণ মাদকসহ বিক্রেতা গ্রেপ্তার বৈশাখী ঝড়ে লন্ডভন্ড জেলা ॥ বিভিন্ন এলাকা বিদ্যুৎবিহীন হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশসহ আহত ১৫ বৃন্দাবন কলেজের শিক্ষকের বাসায় চুরি ॥ মালসহ আটক ২ বানিয়াচংয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি

মিয়ানমারে অসহায় রোহিঙ্গা মুসলমানদের অমানবিক অত্যাচার-নির্যাতনের প্রতিবাদে বানিয়াচঙ্গে আলেম ওলামাদের জনসভা

  • আপডেট টাইম শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৮১৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ মিয়ানমারে অসহায় রোহিঙ্গা মুসলমানদের উপর অমাবিক অত্যাচার-নির্যাতন অবিলম্বে বন্ধ করে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সেদেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বানিয়াচংয়ের সর্বস্তরের উলামায়ে কেরাম। গতকাল শুক্রবার বিকাল ৩টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে বানিয়াচংয়ের সর্বস্তরের উলামায়ে কেরাম ও তাওহিদী জনতার উদ্যোগে অনুষ্ঠিত বিশাল জনসভায় বক্তারা এ আহ্বান জানান। বক্তারা মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের নাগরিকত্ব ও স্বাধীনতার স্বীকৃতি দিতে বিশ্ববিবেকের নিকট আহ্বান জানান। এছাড়াও বক্তারা নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদেরকে সহযোগিতা করতে ও দেশের সর্বস্তরের জনগণকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানান। আল্লামা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে এবং মাওলানা আবুল আহমদ ও মাওলানা বশীর আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, শাইখুল হাদিস আল্লামা ফজলুর রহমান খান, শায়খ মাওলানা মুখলিছুর রহমান, আলহাজ্ব ফরিদ উল্লাহ, অধ্যক্ষ মাওলানা আবদাল হুসেন খান, মাওলানা কাজী আতাউর রহমান, ডা. মাওলানা বশীর আহমদ, মাওলানা শফিকুর রহমান, মাওলানা আব্দুল জলিল ইউসূফী, মাওলানা গোলাম কাদির, মাওলানা সূফী আহমদ, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান যশকেশরী, মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা রওশন ইজদানী, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা জাফর আহমদ সিরাজী, মাওলানা আসআদুর রহমান, মাওলানা আবুল কাশেম, মাওলানা এখলাছুর রহমান প্রমুখ। পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী জুমার নামাজের পর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল সহকারে সমাবেশে যোগদান করে পুরো শহীদ মিনার এলাকা জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশ পরবর্তী হাজার হাজার জনসাধারণের উপস্থিতিতে বিশাল মিছিল সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় বাজারস্থ শিরিশ তলায় এসে শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com