শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১ সদর হাসপাতালে ডাক্তার থাকে ঘুমে ॥ চিকিৎসা করে ইর্ন্টানীরা হবিগঞ্জ শহরে পকেটমারের অভিযোগে আওয়াল আটক মাধবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহানের গণসংযোগ লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন

লুকড়ায় বিএনপির সদস্য সংগ্রহ উদ্বোধনকালে মেয়র জি কে গউছ ॥ হবিগঞ্জের প্রত্যেকটি এলাকায় বিএনপির দূর্গ গড়ে তুলতে হবে

  • আপডেট টাইম সোমবার, ২১ আগস্ট, ২০১৭
  • ৪৪৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রত্যেকটি এলাকায় বিএনপির দূর্গ গড়ে তুলতে হবে। জোড় করে নয় সুন্দর আচরণ ও ভালবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। দেশের মানুষ অতিতেও বিএনপির সাথে ছিল, ভবিষ্যতেও বিএনপির সাথে থাকবে। কারণ মানুষ বিএনপিকে ভালবাসে। বিএনপি বাংলাদেশী জাতীয়তাবাদ, ইসলামী মুল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। তাই দেশের মানুষ যখনই ভোট দেয়ার সুযোগ পেয়েছে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তিনি গতকাল রবিবার হবিগঞ্জ সদর উপজেলার ১নং লুকড়া ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন।
মেয়র বলেন, হবিগঞ্জ পৌরবাসীর বিপুল ভোটে টানা ৩ বার পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছি। কোন কিছু পাওয়ার আশায় নয়, মানুষের বিপদ আপদে পাশে ছিলাম বলেই মানুষ আমার দুঃসময়ে পাশে ছিল।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মেয়র জি কে গউছ বলেন, সকল বিভেদ ভুলে এখনই সময় মানুষের পাশে দাড়ানোর। বর্তমান সরকারের দুঃশাসনে দেশের মানুষ আজ অতিষ্ঠ। এ দেশের মানুষের বাক স্বাধীনতা নেই। জান মালের নিরাপত্তা নেই।
লুকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী শাহ আলতাব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রউফের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ হাজী নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সৈয়দ মুশফিক আহমেদ, মহসিন সিকদার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডঃ ফাতেমা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগন, যুবদল নেতা মর্তুজা আহমেদ রিপন, সফিকুর রহমান সিতু, কামরুল হাসান কাজল, শফিকুল ইসলাম সফিক, এডঃ গুলজার খান, কায়ছার রহমান, মাসুদুর রহমান মাসুক, সুরাইয়্যা আক্তার লাকি, এডঃ ইলিয়াছ আহমেদ, আজদু মিয়া, জুলমত আলী, হারুনুর রশিদ চৌধুরী, নজরুল ইসলাম, জাহাঙ্গীর মেম্বার, সিজিল মেম্বার, জিলু মেম্বার, রেহান উদ্দিন মেম্বার, হাজী রঙ্গু মিয়া, রেনু মিয়া, মোশাহিদ আলম, বাবুল মিয়া, জাবেদ আলী, আলাউদ্দিন মোল্লা, জাকির হোসেন, আহাদ মিয়া, সাইদুর রহমান, হারিছ মিয়া, কামাল উদ্দিন লিলু, আফজল মিয়া, তরিকুল ইসলাম, খোকন মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com