বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে-তারেক রহমান হবিগঞ্জে অর্ধকোটি টাকার মালামাল ও যানবাহন আটক করেছে বিজিবি স্কুল ছাত্রী অপহরণের দেড় মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার বানিয়াচংয়ে কর্মরত কর্মকর্তাদের সাথে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিমময় সভা অনুষ্ঠিত আউশকান্দিতে প্রবাসীর জায়গা দখলের চেষ্টার অভিযোগ মাধবপুরে ১৫’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেফতার শায়েস্তাগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শহরে বিদ্যুতের ভেলকিবাজি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাংবাদিক সম্মেলন ॥ হবিগঞ্জ চেম্বারে প্রশাসক নিয়োগ ও নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবী

চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করলেন মেম্বার ॥ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

  • আপডেট টাইম রবিবার, ৩০ জুলাই, ২০১৭
  • ৬৩৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের বড়কোটা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের বিএসসির সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল আউয়ালকে লাঞ্ছিত করেছেন এক ইউপি মেম্বার। এ ঘটনায় স্কুলের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাংচুর করেছে। গতকাল শনিবার সকাল ১০টায় স্কুলের ছাত্র-ছাত্রীরা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিল বের করে। মিছিলটি বড়কোটা ও শাকির মোহাম্মদ বাজার প্রদক্ষিণ শেষে উবাহাটা ইউনিনের ২নং ওয়ার্ডের মেম্বার আঃ হামিদ লিলু মিয়ার ব্যক্তিগত অফিসটি ভাংচুর করে। এ ঘটনার খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) নুরুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে যান। পরে স্থানীয়রা ন্যায় বিচারের আশ্বাস দিলে ছাত্র-ছাত্রীরা শান্ত হয়। এদিকে এ ঘটনায় স্কুল শিক্ষক গতকাল শনিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনার বিষয়ে ইউপি সদস্য আব্দুল হামিদ লিলুর কাছে জানতে চাইলে তিনি সম্পূর্ণ অস্বীকার করে বলেন-এ ধরণের কোন ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক বশির আহমেদ বলেন-শিক্ষক লাঞ্ছিতের ঘটনাটি শনিবার স্কুল খোলার পর ছাত্র-ছাত্রীরা শুনে বিক্ষোভ মিছিল করে। পরে স্থানীয়রা ও পুলিশ এসে মিছিলটি বন্ধ করে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল ১১টায় বড়কোটা বাজারে উবাহাটা ইউনিনের ২নং ওয়ার্ডের মেম্বার আব্দুল হামিদ লিলু মিয়ার ভাতিজীর স্কুলের বেতন পরিশোধ নিয়ে শিক্ষক আব্দুল আউয়ালের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই শিক্ষককে লাঞ্ছিত করেন ইউপি সদস্য লিলু মিয়া। এর প্রতিবাদে গতকাল ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com