বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে-তারেক রহমান হবিগঞ্জে অর্ধকোটি টাকার মালামাল ও যানবাহন আটক করেছে বিজিবি স্কুল ছাত্রী অপহরণের দেড় মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার বানিয়াচংয়ে কর্মরত কর্মকর্তাদের সাথে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিমময় সভা অনুষ্ঠিত আউশকান্দিতে প্রবাসীর জায়গা দখলের চেষ্টার অভিযোগ মাধবপুরে ১৫’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেফতার শায়েস্তাগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শহরে বিদ্যুতের ভেলকিবাজি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাংবাদিক সম্মেলন ॥ হবিগঞ্জ চেম্বারে প্রশাসক নিয়োগ ও নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবী

বানিয়াচঙ্গে সম্ভ্রমহারা তরুণীর মৃত্যু ॥ সাবিনার প্রেমিক ঝুম্মন প্রধান আসামী ॥ আ’লীগ ও বিএনপি নেতাসহ ১১জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭
  • ৫০৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে সম্ভ্রমহারা তরুনীর মৃত্যুর ঘটনায় প্রেমিক ঝুম্মনকে প্রধান আসামী করে ওই ঘটনায় গ্রাম্য পঞ্চায়েতের সালিশকারী ১১জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল নিহত তরুনীর পিতা মোঃ চান মিয়া বাদী হয়ে বানিয়াচং থানায় মামলাটি দায়ের (মামলা নং-৩০, তারিখঃ ১৯/৭/১৭ইং) করেন। মামলার ধারায় উল্লেখ করা হয়েছে ধর্ষণ করে গর্ভপাত ঘটিয়ে মৃত্যু ঘটানোর অপরাধ। মামলায় আসামীর তালিকায় শালিস বৈঠকের সভাপতি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সর্দার নজরুল ইসলাম খান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল হোসেন খানের নামও রয়েছে বলে সূত্র জানায়।
এ দিকে এ নিষ্ঠুর ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ বানিয়াচংবাসী প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। থানায় মামলা দায়ের এর পরপরই আসামীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফিরোজ আহমেদ।
উল্লেখ্য, বানিয়াচঙ্গের কাগাপাশা ইউনিয়নের লোহাজুড়ী গ্রামের দিনমজুর চান মিয়া ওরফে নিবরসার কন্যা সাবিনা (২০) এর সাথে একই গ্রামের নান্দু খান এর ছেলে ঝুম্মন (২৩) এর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভনে এরা দৈহিক মেলামেশার এক পর্যায়ে সাবিনা ৫ মাসের অন্তত্বায় হয়ে পড়ে। বিষয়টি এলাকায় জানাজানি হলে গর্ভ নষ্ট করার জন্য সাবিনার উপর চাপ প্রয়োগ করা হয়। বিগত ঈদুল ফিতরের পরপরই হবিগঞ্জ সদরের কোন একটি হাসপাতালে মেয়েটিকে নিয়ে গর্ভপাত করানো হয়। এ নিয়ে গত ১৩ জুলাই লোহাজুড়ী গ্রামে এক সালিশ বৈঠকের আয়োজন করা হয়। উক্ত সালিশ বৈঠকে সভাপতিত্ব করেন ওই গ্রামের সর্দার নজরুল ইসলাম খান। গ্রাম্য পঞ্চায়েতে তরুণীর ইজ্জতের মূল্য ৬০ হাজার টাকা নির্ধারণের ৩দিনের মাথায় তরুনীর মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com