শনিবার, ২৪ মে ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন

ধুলিয়াখাল থেকে ৩ চোরাই কারসহ ৩ গাড়ি চোর আটক

  • আপডেট টাইম রবিবার, ১৮ জুন, ২০১৭
  • ৫৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে ধুলিয়াখাল এলাকা থেকে ৩টি চোরাই প্রাইভেট কারসহ গাড়িচোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে- শায়েস্তাগঞ্জের কদমতলী গ্রামের মৃত আব্দুল আজিজ লুকাইর পুত্র দেলোয়ার হোসেন দিলু (২৮), সদর উপজেলার ধুলিয়াখাল গ্রামের মৃত চুরত আলীর পুত্র মোঃ শাহীন মিয়া (৩৫), এবং আলাপুর গ্রামের মৃত দরবেশ মিয়ার পুত্র মোঃ মুজাহিদুল ইসলাম (৩০)।
র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনোয়ার হোসেন জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল সদর উপজেলার ধুলিয়াখাল বাজারে অভিযান। এ সময় ৩টি চোরাই প্রাইভেট কারসহ গাড়িচোর চক্রের সদস্য উল্লেখিতদের আটক করা হয়। আটক করে তাদের র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখাসে জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, লোকচক্ষুর অন্তরালে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি চুরি করে ক্রয়-বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন দিলু’র বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে। গতকালই তাদের হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com