স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম বলেছেন, আমি নির্বাচিত হলে ন্যায়নীতি ও সততার সাথে হবিগঞ্জ উপজেলাবাসীর সেবায় নিজেকে আত্মনিয়োগ করবো। সদর উপজেলাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, দখলমুক্ত করাই হবে আমার নির্বাচনের প্রথম অঙ্গিকার। তিনি বলেন, আমি হবিগঞ্জের জনসাধারনের পাশে থেকে আজীবন সেবা করে যেতে চাই। আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একযোগে কাজ করলে আমাদের বিজয় নিশ্চিত। গতকাল রবিবার রাতে শায়েস্তাগঞ্জ রেল ষ্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ে এক পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন।
শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি মো. ছালেক মিয়ার সভাপতিত্বে পরামর্শ সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাসুকুজ্জামান মাসুক, সহ-সভাপতি খলিলুর রহমান, কাউন্সিলর ভেলু আহমেদ, মোহন মিয়া, আব্দুর গফুর, শিউলী আক্তার, শাহেদুল আলম শাহেদ, বুলবুল খান, সদর থানা যুবলীগ সভাপতি আবুল ফজল, আব্দুল মুকিত, এটিএম আফজল, গাজীউর রহমান ইমরান, ফখরুল, মাসুদুর রহমান বাবু, আবু তালহা, মাসুক, জীবন প্রমুখ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোঃ মাসুদ আলী ফরহাদ, পৌর আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন ভূইয়াসহ বিভিন্ন ওর্য়াড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।