শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলনকালে নৌকাসহ বলগ্রেড মেশিন আটক

  • আপডেট টাইম রবিবার, ৭ মে, ২০১৭
  • ৪৮৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ কুশিয়ারা নদী থেকে শেরপুর অর্থনৈতিক জোনে অবৈধ ভাবে বালু উত্তোলনকালে নবীগঞ্জ উপজেলার পারকুল ও পাহাড়পুর গ্রামের কাছে বালু ভর্তি একটি নৌকা, একটি বলগ্রেড মেশিন ও একটি খালি নৌকা আটক করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার আটক করেছেন। এ সময় আটক তিন বালু শ্রমিককে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেয়া হয়। আটককৃত নৌকা ও বালু সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে উত্তোলন করছিলো। যার বাজার মুল্য অনুমান প্রায় বিশ লাখ টাকা। জানা যায়, সিলেট বিভাগের অর্থনৈতিক জোন শ্রীহর্টের কাজ সম্প্রতি ভেজা গ্র“প শুরু করে। ওই জোনে বালু ভরাটের দায়িত্ব নেয় কিছু প্রভাবশালী লোকজন। অর্থনৈতিক জোনটি সিলেটের তিনটি জেলা মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট সদরের সীমান্তে অবস্থিত হবার কারনে ওই তিন এলাকার প্রভাব রাজনৈতিক চক্র, জনপ্রতিনিধিরা মিলে একটি সিন্ডিকেটের মাধ্যমে বিগত কয়েক মাস যাবত অবৈধভাবে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বালু উত্তোলন করে আসছিলেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খবর পেয়ে একদল পুলিশ নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি বালু ভর্তি বলগ্রেড নৌকা, একটি খালি নৌকা, একটি বালু উত্তোলনের বলগ্রেড মেশিন আটক করেন। এ সময় ৪জন শ্রমিককে আটক করা হয়। খবর পেয়ে এলাকাবাসী লোকজন জড়িত হয়ে এসকল অবৈধ বালু উত্তোলন এর প্রতিবাদ করে তারা ইউএনওকে জরুরী ব্যবস্থা গ্রহনের আবেদন জানান। পাহাড়পুর গ্রামের ইউপি সদস্য রোজিনা বেগম, ইউএনওকে বলেন ম্যাডাম এ অবৈধ বালু উত্তোলনের জন্য আমাদের এলাকায় তীব্র নদী ভাঙ্গন শুরু হয়েছে। গত কয়েকদিনে প্রায় ২০/২৫টি ঘর বাড়ি ও অর্ধশতাধিক একর ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়েছে। ইউএনও বলেন অবৈধ বালু উত্তোলনে যতবড় সিন্ডিকেট হউক না কেন তাদের ছাড় দেয়া হবে না। পরে আটককৃত নৌকা, বালু ও বলগ্রেড মেশিন হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুল মতিন আছাব এর জিম্মায় রাখা হয়। আটক শ্রমিকদের মুছলেখা নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনের জিম্মায় ছেড়ে দেয়া হয়। এ ব্যাপারে ইউএনও তাজিনা সারোয়ার বলেন আটককৃত নৌকা ও বালুর ব্যাপারে সরকারী আইন মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com