আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী একাধিক মামলার পলাতক আসামী সাবুকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় থানার এস আই আবুল কাশেম ও এএসআই মাহবুবুল আলম গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় সীমান্তবর্তি এলাকা ধর্মঘরের কালিকাপুর থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ফজলুর রহমান সাবু (৪০) শাহজাহানপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। সিনিয়র এএসপি এসএম রাজু আহম্মেদ জানান ধৃত সাবুর বিরুদ্ধে ৪টি মাদকসহ মোট ৬টি মামলা রয়েছে।