রবিবার, ২৫ মে ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেইনি চুনারুঘাটের কালেঙ্গা টিলার মাটি পাচার তারুণ্যের জনসভা সফল করতে হবিগঞ্জ জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবিগঞ্জে সামাজিক-রাজনৈতিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধি করণীয় শীর্ষক মতবিনিময় সভা পুকড়ায় এখনও বহাল তবিয়তে আওয়ামীলীগ সভাপতি নানু মিয়া মাধবপুর ফতেহগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক ইেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কৃষি, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য’ বিষয়ক প্রথম বার্ষিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ অনন্তপুরে ছিচকে চোর আটক বিয়ে স্থায়ী হয়নি ॥ ক্ষোভে ঘটককে হত্যা করলো যুবক

মাধবপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির ক্লু উদঘাটন ॥ ৯ ডাকাত জেল হাজতে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৩
  • ৪৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে প্রধান শিক্ষক মাসুদ হোসেনের বাসায় ডাকাতির ক্লু উদঘাটন করেছে সিআইডি পুলিশ। ইতোমধ্যে ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে ৯জনকে আটক করতেও সক্ষম হয়েছে সিআইডি। এছাড়া লুন্ঠিত মালামালও উদ্ধার করা হয়েছে। মাধবপুর থানা পুলিশ যে দু’জনকে আটক করেও ছেড়ে দিয়েছিল তাদেরই সিআইডি পুলিশ আটক করে ক্লু উদঘাটন করেছে। এতে করে মাধবপুর থানা পুলিশের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
মাধবপুর উপজেলা সদরের শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দা ও মনতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদ হোসেনের বাসায় গত ৩০ এপ্রিল দিবাগত রাতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা নগদ টাকা স্বর্ণালংকারসহ প্রায় ৫লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে মাসুদ হোসেন বাদী হয়ে মাধবপুর থানায় অভিযোগ দায়ের করেন। ডাকাতির সাথে জড়িত সন্দেহে থানার এসআই মমিন আলী একই এলাকার কুখ্যাত ডাকাত সর্দার মুমেন মেহেদী শাওনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। মধ্যরাতে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অমল কুমার ধর তাকে ছেড়ে দেন। এনিয়ে এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে পুলিশ সুপার থানা থেকে ছেড়ে দেয়া মোমেন মেহেদিসহ ডাকাতির সাথে জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করার নির্দেশ দেন। কিন্তু এ নির্দেশের ২৪ দিনেও পুলিশ কাউকেই গ্রেফতার করতে পারেনি। পরবর্তীতে সমাজকল্যাণ মন্ত্রীর নির্দেশে মামলাটি সিআইডিতে প্রেরণ করা হয়। সিআইডিতে প্রেরণের ১ সপ্তাহের মধ্যে জেলা গোয়েন্দা পুলিশ মাধবপুর থানা থেকে ছেড়ে দেয়া মোমেন ও একই এলাকার মিজানুর রহমান অছিরকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের স্বীকারোক্তিতে উদ্ধার করা হয় লুণ্ঠিত মালামাল। পরে একে একে আরো ৭জনকে গ্রেফতার করে সিআইডি পুলিশ। এ ডাকাতির ঘটনায় বর্তমান পর্যন্ত ৯জন জেল হাজতে আছে। সিআইডির ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আব্দুর রহিম জানান, ডাকাতির ক্লু উদঘাটন করা হয়েছে। মামলার তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com