চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের বাল্লা সীমান্ত এলাকা থেকে ৬টি ভারতীয় চোরাই গরু আটক করেছে পুলিশ। শনিবার রাতে চুনারুঘাট থানার দারোগা আরিফ অভিযান চালিয়ে সীমান্তের টিলাবাড়ী গ্রামের একটি জঙ্গল থেকে গরুগুলি আটক করে থানায় নিয়ে আসেন। ১টি গরুর পা ভেঙ্গে যাওয়ায় ওই সেটি থানায় না নিয়ে বিজিবি জোয়ানদেরকে দিয়ে আসেন দারোগা। সীমান্ত সূত্র জানায়, সীমান্তের দাগী গরু চোরেরা শুক্রবার রাতে ভারতের বিভিন্ন স্থান থেকে ৭টি গরু চুরি করে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ টিলাবাড়ীর কয়েকজন চোরের বাড়ীতে হানা দেয়। এক পর্যায়ে জঙ্গল থেকে উদ্ধার করা হয় চোরাই গরু।