প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচংয়ে দারিদ্র বিমোচনের লক্ষে গরীব ও ক্ষুদ্র কৃষকদেরকে অপ্রধান শস্য উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে বিআরডিবি। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, প্রশিক্ষিত কৃষকরা খামার করলে মাত্র ৪% সুদে ঋণ দেয়া হবে। এত কম সুদে শুধু বাংলাদেশ নয় পৃথিবীর কোন দেশে ঋণ দেয়ার নজির নেই। কৃষি প্রধান বাংলাদেশের কৃষকদের স্বাবলম্বী করতে বিআরডিবি, কৃষি অধিদপ্তর ও কৃষি ব্যাংকের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে অল্প সুদে এ ঋণের ব্যবস্থা করা হয়েছে। এতে সরকারকে অনেক ভর্তুকি দিতে হবে। তাই ঋণের টাকা যাতে অপচয় না হয় সেজন্য কৃষকদেরকে ঋণ নেয়ার পূর্বে অপ্রধান শস্যের খামার করতে হবে। গতকাল শুক্রবার পাঁচ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরডিবি’র চেয়ারম্যান ইমরান মিয়া। বিআরডিবি কর্মকর্তা ইকবাল হেসেনের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তৃতা করেন বানিয়াচং প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খান, সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হালীম ও সমাজসেবক আলী হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন বিআরডিবি’র মাঠ কর্মী ইসমাইল হোসেনসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারী কৃষকদের মধ্যে সম্মানীর অর্থ বিতরণ করেন অতিথিবৃন্দ।