বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে-তারেক রহমান হবিগঞ্জে অর্ধকোটি টাকার মালামাল ও যানবাহন আটক করেছে বিজিবি স্কুল ছাত্রী অপহরণের দেড় মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার বানিয়াচংয়ে কর্মরত কর্মকর্তাদের সাথে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিমময় সভা অনুষ্ঠিত আউশকান্দিতে প্রবাসীর জায়গা দখলের চেষ্টার অভিযোগ মাধবপুরে ১৫’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেফতার শায়েস্তাগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শহরে বিদ্যুতের ভেলকিবাজি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাংবাদিক সম্মেলন ॥ হবিগঞ্জ চেম্বারে প্রশাসক নিয়োগ ও নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবী

আপনজনের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬
  • ৬৮৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সামাজিক সংগঠন আপনজন এর পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও গরিব-দস্থ ২৫০ জন নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে হবিগঞ্জ সুর বিতান মিলনায়তনে এই কম্বল বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মোঃ আব্দুল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট সমাজসেবক গোলাম মোস্তফা চৌধুরী এমবিই, বিশেষ অতিথি ছিলেন এড. আজিজুল হক চৌধুরী জুয়েল ও জনতা ব্যাংক ম্যানেজার মোঃ আব্দুর রকিব। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি এড. কামরুল হাসান চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক এড. শফিকুল ইসলাম, প্রভাষক মুর্শেদ কামাল, সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী, অগ্রণী ব্যাংক ম্যানেজার মাধব রায়, আনিসুর রহমান তালুকদার ও জুলফিকার লাল। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত করেন প্রধান শিক্ষক ফজলুল করিম খসরু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আপনজন সদস্য ম্যাটলাইফ এালিকো’র ম্যানেজার বাদল রায়, সাবেক সভাপতি এড. ছগীর আহমেদ সাজ্জাদ, প্রভাষক কামরুল হক জাকারিয়া পারভেজ, জনতা ব্যাংক ম্যানেজার মকসুদ আলী, কৃষি ব্যাংক কর্মকর্তা জিতেশ সুত্রধর, ব্যবসায়ী কুতুব উদ্দিন, সিরাজ উদ্দিন ও ফরাশ উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে ২৫০ জন গরীব, অসহায় ও দস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। উল্লেখ্য, আপনজন প্রতিষ্ঠার পর থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সংগঠনটি প্রতিবছর শীতবস্ত্র বিতরণ, ঈদে শাড়ী-লুঙ্গি বিতরণ, গুণীজন সংবর্ধনা, শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণসহ সমাজ সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com