রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে গাঁজাসহ এক মাদক পাঁচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত পাঁচারকারী হচ্ছে-ধর্মঘর ইউনিয়নের আলিনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে রুমন মিয়া (২৮)। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মাধবপুর উপজেলার শিউলিয়া ব্রীজের কাছ থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রুমন মিয়া পাঁচারের জন্য ১০কেজি নিয়ে ওই স্থানে অবস্থান করছিল। গোপন সূত্রে খবর পেয়ে থানার এএসআই মাহবুব আলম ওই এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ তাকে গ্রেফতার করেন। এব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।