বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মহিলা সমিতির মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে দেশ এগিয়ে যাচ্ছে

  • আপডেট টাইম শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬
  • ৩৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: আবু জাহির বলেছেন, বর্তমান শেখ হাসিনার সরকার দেশের মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলে আওয়ামীলীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। উন্নয়নের পাশাপাশি সরকার বয়স্ক ভাতা, প্রতিবন্ধি ভাতা, মাতৃত্বকাল ভাতা ও ল্যাকটেটিং ভাতা চালু করেছে। সরকারের উন্নয়নমূলক পদক্ষেপের কারণে দেশের মানুষের আয়, আয়ু ও রোজগার বাড়ছে। গরীব মানুষের সন্তানেরা যাতে পড়ালেখা করতে পারে সেজন্য বিনামূল্যে বই দেয়াসহ উপবৃত্তি দেয়া হচ্ছে।
পাশাপাশি খালেদা ক্ষমতায় এলে দেশ পিছিয়ে যায়। খালেদা জিয়াকে স্বশিক্ষিত উল্লেখ করে তিনি বলেন, গ্রামাঞ্চলে মহিলারা রুমালে লিখে থাকেন, রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায়।
তিনি আরো বলেন, একটি স্বার্থান্বেষী মহল আওয়ামীলীগ সরকারের বদনাম রটাতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই মহলটি মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত করে বর্তমান সরকারের বিরুদ্ধে কুৎসা রটাতে অপতৎপরতা শুরু করেছে। এ ব্যাপারে সকলকে সচেষ্ট ও সজাগ থাকার জন্য তিনি আহ্বান জানান।
১ ডিসেম্বর হবিগঞ্জ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে অনুদানের চেক বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির এসব কথা বলেন।
হবিগঞ্জ সার্কিট হাউজ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো: রোকন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জমিলা বেগম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: রাসেলুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমতা মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রি ফাতেমা বেগম, জগদীশপুর মহিলা সমিতির সভানেত্রি সালেহা খাতুন ও মাদনা মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রি হেনা রানী সরকার। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে সরকারীভাবে অনুদান প্রদানের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মাহবুবুল আলম।
প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাডভোকেট মো: আবু জাহির অনুদানপ্রাপ্ত সমিতির সদস্যদেরকে এর সঠিক ও যথাযথ ব্যবহার করে নিজেদের স্বচ্ছলতা ফিরিয়ে আনার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com