বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবির অভিযানে কোটি টাকার মালামাল জব্দ হবিগঞ্জ শহরে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে আটক ৩ লাখাইয়ে পানিতে পড়ে নিখোঁজ ব্যাক্তির লাশ উদ্ধার ভোট সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় জি কে গউছ ॥ বিএনপি চায় জনগণের প্রতিনিধি জনগণই নির্বাচিত করুক লতিফি হ্যান্ডস ইউএসএ’র অফিশিয়াল উদ্বোধন অনুষ্ঠানে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী ॥ সর্বাবস্থায় জন্মভূমির মানুষকে ভালোবেসে আর্থ মানবতার সেবায় এগিয়ে আসুন মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার ॥ ঘাতক স্বামী সোহাগ র‌্যাবের হাতে আটক লন্ডনে গবেষণা স্মারক কালের অভিজ্ঞানের মোড়ক উম্মোচন শায়েস্তাগঞ্জে বিদুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল গ্রেপ্তার কামড়াপুর থেকে চালককে মারপিট করে টমটম নিয়ে গেছে ছিনতাইকারী

মহিলা সমিতির মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে দেশ এগিয়ে যাচ্ছে

  • আপডেট টাইম শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬
  • ৪৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: আবু জাহির বলেছেন, বর্তমান শেখ হাসিনার সরকার দেশের মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলে আওয়ামীলীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। উন্নয়নের পাশাপাশি সরকার বয়স্ক ভাতা, প্রতিবন্ধি ভাতা, মাতৃত্বকাল ভাতা ও ল্যাকটেটিং ভাতা চালু করেছে। সরকারের উন্নয়নমূলক পদক্ষেপের কারণে দেশের মানুষের আয়, আয়ু ও রোজগার বাড়ছে। গরীব মানুষের সন্তানেরা যাতে পড়ালেখা করতে পারে সেজন্য বিনামূল্যে বই দেয়াসহ উপবৃত্তি দেয়া হচ্ছে।
পাশাপাশি খালেদা ক্ষমতায় এলে দেশ পিছিয়ে যায়। খালেদা জিয়াকে স্বশিক্ষিত উল্লেখ করে তিনি বলেন, গ্রামাঞ্চলে মহিলারা রুমালে লিখে থাকেন, রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায়।
তিনি আরো বলেন, একটি স্বার্থান্বেষী মহল আওয়ামীলীগ সরকারের বদনাম রটাতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই মহলটি মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত করে বর্তমান সরকারের বিরুদ্ধে কুৎসা রটাতে অপতৎপরতা শুরু করেছে। এ ব্যাপারে সকলকে সচেষ্ট ও সজাগ থাকার জন্য তিনি আহ্বান জানান।
১ ডিসেম্বর হবিগঞ্জ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে অনুদানের চেক বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির এসব কথা বলেন।
হবিগঞ্জ সার্কিট হাউজ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো: রোকন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জমিলা বেগম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: রাসেলুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমতা মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রি ফাতেমা বেগম, জগদীশপুর মহিলা সমিতির সভানেত্রি সালেহা খাতুন ও মাদনা মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রি হেনা রানী সরকার। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে সরকারীভাবে অনুদান প্রদানের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মাহবুবুল আলম।
প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাডভোকেট মো: আবু জাহির অনুদানপ্রাপ্ত সমিতির সদস্যদেরকে এর সঠিক ও যথাযথ ব্যবহার করে নিজেদের স্বচ্ছলতা ফিরিয়ে আনার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com