সোমবার, ১৯ মে ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ৩ দিনে ৩ কোটি টাকার মালামাল আটক মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেনা-পুলিশের টহলে পালিয়েছে দালাল চক্র শহরে নিউ লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টার সিলগালা ॥ দুইজনের কারাদণ্ড সাবেক এমপি ব্যারিস্টার সুমনের এপিএস পরিচয়দানকারী নিজামকে পুলিশে দিয়েছে জনতা ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে নবীগঞ্জে তৌহিদ চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালিত হিয়ালার মাওলানা আহমদ আব্দুল্লাহ’র জানাযা সম্পন্ন হবিগঞ্জ পৌর আ.লীগ নেতা জালাল উদ্দিন জুয়েল গ্রেপ্তার শায়েস্তাগঞ্জে পলাতক আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪ মাস পর এসেছে ৭৫০ নতুন টিসিবি স্মার্ট কার্ড

ড. শাহনেওয়াজকে হামষ্ট্রীট ও কিলবর্ন বেঙ্গলী এডুকেশন ইউকের সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬
  • ৬২১ বা পড়া হয়েছে

ইংল্যান্ড প্রতিনিধি ॥ গত ২৭ নভেম্বর রবিবার নর্থলন্ডনের মিল লেন এ অবস্থিত স্পাইস ট্রী রেষ্টুরেন্টে হামষ্ট্রীট ও কিলবর্ন বেঙ্গলী এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশন ইউকের উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের জনপ্রিয় কাউন্সিলার আজাদুর রহমান আজাদ ও হবিগঞ্জের ভাটি বাংলার কৃতি সন্তান, বানিয়াচুং-আজমীরীগঞ্জের গর্ব, যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোঃ img_1174

img_1181

img_1148

img_1160শাহনেওয়াজকে সংবর্ধনা প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম অকিব ও সভা পরিচালনা করেন আলিম উদ্দিন। এতে বক্তব্য রাখেন সাবেক সভাপতি তোফায়েল আহমেদ, সহ-সভাপতি শাহ আশফাকুল কবির, সাধারণ সম্পাদক জাকির আহমেদ, কোষাধ্যক্ষ তাজ উদ্দিন, সদস্য আকলাকুল হোসেন চৌধুরী, আজিজুর রহমান চৌধুরী, সেলিম আহমেদ, মাহমুদ মিয়া, আব্দুল মোতাকাব্বির বাচ্চু, এ রহমান অলি, কামাল চৌধুরী প্রমুখ। সংবর্ধিত ব্যক্তি আজাদুর রহমান আজাদ বলেন, হামষ্ট্রীট ও কিলবর্ন বেঙ্গলী এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশন একটি স্বনামধন্য অর্গানাইজেশন আমি আপনাদের মাঝে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি পাশাপশি সিলেট শহরে যে কোন কিছুতে যদি আপনাদের উপকারে আসতে পারি নিজেকে ভাগ্যবান মনে করব। অপর সংবর্ধিত ব্যক্তি ড. মোহাম্মদ শানেওয়াজ বলেন, বাঙ্গালীরা আর আগের মত নেই। এখন সারা পৃথিবীতে শিক্ষাদীক্ষা ও সংস্কৃতিতে বাঙ্গলীরা উন্নতশীখরে পৌছে যাচ্ছে। আমাদের দেশ দিন দিন এগিয়ে যাচ্ছে। আমি আপনার পাশে আছি। বভিষ্যতেও থাকবো। জীবনে কোন দিন আপনাদের উপকারে আসতে পারলে নিজেকে ধন্য মনে করব। অনুষ্ঠানের শুরুতেই সংবর্ধিত ব্যক্তিদ্বয়কে ফুলের তোড়াদিয়ে বরন করেন সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দরা। উক্ত অনুষ্ঠানে হামষ্ট্রীট ও কিলবর্ন এলাকার বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com