প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল শনিবার হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ মোঃ আবুল লেইছ এর সভাপতিত্বে এবং শাহজাহান কবির ও মাওঃ মোঃ আনোয়ার আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ জুলফিকার আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ ইনছান মিয়া, মহাসচিব মোঃ ইয়াদ আলী খান, অতিরিক্ত মহা-সচিব মোঃ ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহমান, যুগ্ম মহাসচিব মোঃ ফজলুর রহমান। বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার সভাপতি মোঃ আবু সাঈদ, আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, মোঃ মুসলিম খান, এ টি এম বশির আহমদ, মোঃ আব্দুল আউয়াল, মোঃ নুরুল আমীন, মোঃ মামদ হোসেন, মোঃ আছকির মিয়া, রিচি হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিন, হবিগঞ্জ জেকে এন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, মোঃ মোজাম্মেল হায়দার, মোঃ ফজলুল করিম, সভায় বক্তাগন বলেন, বাংলাদেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ের এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করন এর দাবী জানন। পরিশেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ৫১ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা কমিঠি ঘোষনা করা হয়।