বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবিগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ড. এ.এস.এম আমানুল্লাহ এর উপর হামলা শহরে জুয়ার স্পট থেকে ৮টি মোটর সাইকেল-সিএনজি জব্দ মাধবপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা দ্রুত বিচার আইনে মামলা হলেও আসামী গ্রেফতার হচ্ছে না বানিয়াচঙ্গের মন্দরী গ্রাম থেকে ৯শ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ মনফর মিয়া আটক নিজামপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের কমিটি অনুমোদন নবীগঞ্জের শ্রীমতপুর গ্রামের প্রবীণ মুরুব্বি নুরুজ্জামান চৌধুরী আর নেই ॥ দাফন সম্পন্ন জেলা বিএনপির প্রস্তুতি সভায় জি কে গউছ ॥ বিএনপিকে জনগণ থেকে আলাদা করতে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত বানিয়াচঙ্গে গরু চুরি বৃদ্ধি হবিগঞ্জ শহরে বাসার ভেন্টিলেটার ভেঙ্গে চুরি

বাহুবল শচীঅঙ্গনে কুমারী পুজা

  • আপডেট টাইম সোমবার, ১০ অক্টোবর, ২০১৬
  • ৫৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অগনিত ভক্তের উলুধ্বনী এবং পুজা অর্জনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গাপূজার মহাঅষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা বাহুবল উপজেলার জয়পুর শচী অঙ্গন ধামে অনুষ্ঠিত হয়েছে। এ বছরই প্রথম শচী অঙ্গন ধামে কুমারী হিসেবে পূজিতা হয়েছেন বিশ্বজিৎ ভট্রাচার্য্যরে ৫ বছর বয়সী কন্য প্রজ্ঞা ভট্রাচার্য্য। তাদের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর গ্রামে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাক ঢোল ও শঙ্খ বাজিয়ে উলদ্ধনি মাধ্যমে বাহুবল পুজা উদযাপন পরিষদের সভাপতি নিরঞ্জন সাহা নিরু আড় কোল করে শিশুকন্যাকে দেবী সাজিয়ে নিয়ে আসেন পূজার বেদীতে। বসান সুসজ্জিত আসনে। এ সময় চারদিক মুখরিত হয় শঙ্খ, উলুধ্বনি আর মায়ের স্তব-স্তুতিতে। এরপর শুরু হয় পূজা অর্চনা। এর আগে কুমারীকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হয়। হাতে দেয়া হয় ফুল, কপালে সিঁদুরের তিলক এবং পায়ে আলতা। অনুষ্টানটিকে ঘিরে সহস্রাধিক নারী পুরুষের ঢল নামে জয়পুর শ্রী শ্রী শচী অঙ্গন ধামে। পুজা শেষে অঞ্জলি ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (হবিগঞ্জ-সিলেট) আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী কুমারী পূজাস্থলে উপস্থিত থেকে ভক্ত ও পূন্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান, দৈনিক সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, করাঙ্গীনিউজ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, প্রভাষক আব্দুল হাই ভূইয়া, দি হোপ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ কাদির চৌধুরী বাবুল, সাংবাদিক হুমায়ূন কবীর, কাজী মাহমুদুল হক সুজন প্রমূখ। পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক অভিজিৎ ভট্রাচার্য্য বলেন, আমরা জগতমাতাকে আরাধনা করি। তিনি সকল নারীর মধ্যে মাতৃরূপে আছেন। এ উপলব্ধি সকলের মধ্যে জাগ্রত করার জন্য কুমারী পূজা। দুর্গা মাতৃরূপের প্রতীক আর কুমারী নারীর প্রতীক। কুমারীর মধ্যে মাতৃভাব প্রতিষ্ঠার জন্যই কুমারী পূজার লক্ষ্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com