স্টাফ রিপোর্টার ॥ কাজের বিনিময়ে টাকা কর্মসূচির আওতায় হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নে ৬টি প্রকল্পের কাজে কমিটি গঠনের ব্যাপারে সংশ্লিষ্ট চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দিয়েছেন ওই ইউনিয়নের দুই জন সদস্য। অভিযোগকারীরা হচ্ছেন-৯নং ওয়ার্ড সদস্য আলহাজ্ব মোঃ আনছব আলী ও ৬নং ওয়ার্ড সদস্য গিরেন্দ্র চন্দ্র রায়। গতকাল তারা এ অভিযোগ প্রদান করেন। অভিযোগে উল্লেখ করা হয়-তাঁরা তেঘরিয়া ইউনিয়নের বার বার নির্বাচিত সদস্য। সম্প্রতি উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়, হবিগঞ্জ পওর উপ-বিভাগ-১ থেকে তেঘরিয়া ইউনিয়নের অন্তর্গত গুঙ্গিয়াজুরী প্রকল্পের ব্রীচ ক্লোজিং কাজের জন্য ৫টি এবং খোয়াই নদী প্রকল্পের আওতাধীন বাঁধ পুনরাকৃতিকরণ ও আংশিক ব্রীচ ক্লোজিং কাজের প্রতিটির জন্য ১টি পিআইসি (প্রকল্প কমিটি) গঠনের নিমিত্তে সভাপতি ও সদস্য সচিব মনোনয়ন প্রদানের জন্য পত্র দেয়া হয়। ওই পত্রে জ্যেষ্ঠ সদস্যদের কমিটিতে মনোনয়ন দেয়ার জন্য বলা হয়। কিন্তু চেয়ারম্যান হুমায়ুন কবির ক্ষমতার অপব্যবহার করে জ্যেষ্ঠ ইউপি সদস্যদের বাদ দিয়ে বেআইনীভাবে নিজের কাছের লোকদের নাম কমিটিতে অন্তর্ভূক্ত করেছেন। প্রকল্পের নামে বরাদ্দের টাকা আত্মসাত করার জন্যই চেয়ারম্যান পায়তারা করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এমতাবস্থায় ওই কমিটি বাতিল করে জ্যেষ্ঠ সদস্যদের নাম কমিটিতে অন্তর্ভূক্ত করার জন্য দাবী জানানো হয়।