শনিবার, ০৪ মে ২০২৪, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে বয়োবৃদ্ধ দম্পত্তিকে দলবেঁধে পিটিয়ে জখম ॥ আহত নারীর মাথার খুলি ফেটে গেছে হবিগঞ্জ শহরে দীর্ঘদিন পর স্বস্তির বৃষ্টি ॥ শহরবাসীর মাঝে উল্লাস চুনারুঘাটে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর মাজার জিয়ারত পৌর এলাকার অটোরিক্সা চালকদের যাচাই বাছাই কার্যক্রম ও তামাক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত জুমার খুৎবায় হাফেজ আমিনুল হক ॥ দুযকের আগুন থেকে রক্ষা পেতে হলে সন্তানদেরকে মক্তব ও মসজিদে পাঠান জেলা আইনজীবি সমিতির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান বিচারপতি-ওবায়দুল হাসান ॥ অধিকার বঞ্চিত মানুষের কল্যাণ নিশ্চিত করতে কাজ করুন মাধবপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ নবীগঞ্জে কলেজ ছাত্র তাহসিন হত্যা মামলার আসামী সাজু মিয়া গ্রেপ্তার উপজেলা নির্বাচন বর্জনের আহবানে জেলা বিএনপির লিফলেট বিতরণ

বানিয়াচঙ্গের গুনই গ্রামে দাঙ্গার প্রস্তুতিকালে ৩৬ যুবক আটক ॥ ওসির হস্তক্ষেপে ভয়াবহ সংঘর্ষ থেকে রক্ষা পেল গ্রামবাসী পুলিশের উপর হামলা ॥ ৩ পুলিশ সদস্য আহত

  • আপডেট টাইম বুধবার, ৩১ আগস্ট, ২০১৬
  • ৫৩১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের গুনই গ্রামবাসী বানিয়াচং থানার ওসি অমূল্য কুমার চৌধুরী’র হস্তক্ষেপে ভয়াবহ সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ৩৬ দাঙ্গাবাজকে গ্রেফতার করেছে। এ সময় পুলিশের উপর হামলা চালালে ৩ পুলিশ সদস্য আহত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাগাউড়া ইউনিয়নের বিএনপি মনোনীত পরাজিত চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান চৌধুরী ও স্বতন্ত্র পরাজিত চেয়ারম্যান প্রার্থী শাহ মাসুদ কোরাইশি মক্কী এই দু’গ্র“পের মধ্যে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। গত শুক্রবার রাতে শাহ gunoi 36 asmai (2)

baniachong pic new 1 copyমাসুদ কোরাইশি প্রতিপক্ষ কামরুজ্জামান চৌধুরীর লোকজনকে দেখা মাত্র পুলিশ পুলিশ বলে চিৎকার করে তাদেরকে ধাওয়া করে, ধাওয়া খেয়ে তারা এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে। পরে কামরুজ্জামান চৌধুরীর লোকজন খোজ নিয়ে জানতে পারে, বিষয়টি সম্পুর্ন ভুয়া। এতে তারা ক্ষিপ্ত হয়ে গুনই বাজারে শাহ মাসুদ কোরাইশি মক্কীকে আটকে রাখে। কৌশলে তিনি সেখান থেকে পালিয়ে বাড়ীতে এসে তার আত্মীয়স্বজনকে বিষয়টি জানালে, তারা কামরুজ্জামান চৌধুরীর লোকজনকে দেখে নেয়ার হুমকি দেয়। বিষয়টি বানিয়াচং থানার নজরে আসলে ওসি অমূল্য কুমার চৌধুরী ভয়াবহ সংঘর্ষ এড়াতে উভয়পক্ষকে নোটিশ প্রদান করেন। উভয়পক্ষ পুলিশের নোটিশকে তোয়াক্কা না করে গতকাল ভোরে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। খবর পেয়ে ওসি অমূল্য কুমার চৌধুরী থানার সকল অফিসারসহ বিপুল সংখ্যক পুলিশ নিয়ে গুনই গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় দাঙ্গাবাজরা পুলিশকে লক্ষ্য করে দেশীয় অস্ত্রসহ ইট পাটকেল ছুড়তে থাকে। তাদের দেশীয় অস্ত্রের আঘাত পুলিশের এএসআই প্রদীপ কুমার দাশ, কনস্টেবল মখলিছুর রহমান, মোজাম্মেল হক, মাহমুদুল হাসান গুরুতর আহত হন। তাদেরকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। পরে গুনই গ্রামে অভিযান চালিয়ে কামরুজ্জামান চৌধুরী, সোয়াব উল্বা, সেলিম মিয়া, অনু মিয়া, মন্নান, অলি মিয়া, আব্দু ছোবান, ছাবু মিয়া, জুয়েল মিয়া, মোজাম্মেল, আলম, মোসাহিদ, তালেব উদ্দিন, ছালেক মিয়া, হাফিজ মিয়া, মিন্নত আলী, ফারুক মিয়া, আকুব আলী, নজির মিয়া, রমিজ আলী, আশিকুর রহমান, ইয়াজ উদ্দিন, বশির, আশিক আলী, আঃ রশিদ, আলামিন, কমলা মিয়া, আনিছ উল্বা, ছাব্বির মিয়া, জসিম, মিন্টু, শাহ আলমগীরসহ ৩৬ দাঙ্গাবাজকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গতকাল বিকালে পুলিশের প্রিজন ভ্যান করে তাদেরকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে পুলিশের দায়িত্বে বাঁধাসহ সরকারী কাজে প্রতিবদ্ধকতা সৃষ্টিসহ পুলিশকে আহত করার অপরাধে কামরুজ্জামান চৌধুরীসহ ৪৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২ থেকে ৩শ জনকে আসামী করে বানিয়াচং থানার এসআই ওমর ফারুক বাদী হয়ে পুলিশ এসল্ট মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, দাঙ্গাবাজরা সংঘর্ষ না করতে পেরে বেপরোয়াভাবে পুলিশকে লক্ষ্য করে আঘাত করতে থাকে। আমরা রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে তাদেরকে রক্ষা করতে গিয়ে তাদের আঘাতে আমার পুলিশ সদস্য আহত হয়েছে। এসব বেপরোয়া দাঙ্গাবাজদের গ্রেফতারে ওই এলাকায় আরো পুলিশি অভিযান চালানো হবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com