স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ৭ মাসের শিশু নিপা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়েছে। তাকে হত্যাকাণ্ডে যারা জড়িত ছিলেন তারা হলেন, মা মিলন আক্তার, বাবা লিটন মিয়া, দাদী নুরচার বিবি ও চাচা চাওয়াল মিয়া। গতকাল বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ঘাতক মা মিলন আক্তার। প্রতিপক্ষকে ফাঁসাতেই নিপাকে হত্যা করা হয়েছে বলেও আদালতে স্বীকারোক্তিতে বলেছেন মিলন আক্তার। রোববার গভীর রাতে সীমান্তের গাজীপুর ইউনিয়নের মাইজগাও (জারুলিয়া) গ্রামের লিটন মিয়ার ৭মাসের শিশু কন্যা নিপাকে কুপিয়ে হত্যা করা হয়। এসময় আহত হয় ৩বছরের আরেক শিশু রিপা। রিপার বুকে ধারালো অস্ত্র দিয়ে ঘাই মেরে ও বাম হাতের কব্জি বিচ্ছিন্নœ করা হয়।
ঘটনা সম্পর্কে মা মিলন আক্তার পুলিশ ও স্থানীয় লোকদের জানায়, ওই রাতে ৭ মাসের শিশু নিপা ও ৩বছরের রিপাকে নিয়ে মা একাই ঘুমিয়েছিলেন। এ সময় ঘরের দরজা ভেঙ্গে ২/৩ জন লোক ঘরে প্রবেশ করে শিশু নিপা ও রিপাকে এলোপাতাড়ি কুপাতে থাকে। এ ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় নিপা। স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে বুকে হাতে মারাত্মক আহত রিপাকে তাৎক্ষনিক হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে খবর পেয়ে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র হাসপাতালে গিয়ে আহত শিশুর জবানবন্দি নেন এবং তাকে পুলিশ পাহারায় সিলেট এমএজি হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। পরদিন সোমবার সকালে চুনারুঘাট থানার ওসি ও ডিবি পুলিশকে সাথে নিয়ে পুলিশ সুপার ঘটনাস্থলে যান পুলিশ সুপার। আহত রিপার জবানবন্দির প্রেক্ষিতে মা মিলন আক্তার, দাদী নুরচান ও প্রতিবেশী মর্তুজ আলীকে আটক করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু নিপাকে হত্যার পরপরই মা মিলন আক্তার মর্তুজ আলীর বাড়িতে যায়। মর্তুজ আলী ঘটনাস্থলে আসার পর বিষয়টি গ্রামবাসিকে সকালে জানানোর পরামর্শ দিয়ে আবার ফিরে যায় বাড়িতে। পরদিন সকালে হাউমাউ করে কাঁদতে থাকে মিলন। গ্রামবাসি জড়ো হলে মা মিলন জানায় ‘আমার শিশুকে রফিক, সোহেলরা খুন করেছে’। এই বলে বিলাপ করতে থাকে। তাকে ধর্ষন করা হয়েছে বলেও প্রচার চালায় মিলন। পুলিশি জিজ্ঞাসাবাদে মিলন আরো জানায়, স্বামী লিটনের সাথে ৩ কন্যা সন্তান নিয়ে প্রায়ই ঝগড়া হতো তার। বোনের বিয়ে (লিটনের শালী) নিয়ে ঝগড়া হয়েছে স্বামীর সাথে কয়েকবার। কারনে অকারনে মারধর করতো স্ত্রীকে লিটন। লিটন খুবই বদ মেজাজী। সে বাড়িতে খুব একটা থাকে না। সামান্য জিনিষ নিয়ে লিটন ঝগড়া বাধিয়ে দেয় যার-তার সাথে। মানুষের দিকে তেড়ে যায়। মাছ ধরা নিয়ে পাশের বাড়ির রফিক মিয়ার সাথে সংঘর্ষ হয়েছিলো ১৯ আগষ্ট। এর পর থেকে রফিক মিয়াদের ফাঁসানোর ধান্ধায় ছিল লিটন। মিলন জানায়, ঘটনার ২ দিন আগে ২ অবুঝ শিশুকে হত্যা করে রফিকদের ফাঁসানোর পরিকল্পনা করে লিটন। সে মোতাবেক রবিবার গভীর রাতে ৭ মাসের কন্যা নিপা ও ৩ বছরের রিপার উপর দা চালায় স্বামী লিটন। এ ঘটনায় নিপা ঘটনাস্থলেই প্রাণ হারায়। নাড়িভুড়ি বের হয়ে যাওয়া মারাত্মক আহত রিপার চিকিৎসা চলছে হাসপাতালে পুলিশী পাহারায়।