বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবিগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ড. এ.এস.এম আমানুল্লাহ এর উপর হামলা শহরে জুয়ার স্পট থেকে ৮টি মোটর সাইকেল-সিএনজি জব্দ মাধবপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা দ্রুত বিচার আইনে মামলা হলেও আসামী গ্রেফতার হচ্ছে না বানিয়াচঙ্গের মন্দরী গ্রাম থেকে ৯শ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ মনফর মিয়া আটক নিজামপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের কমিটি অনুমোদন নবীগঞ্জের শ্রীমতপুর গ্রামের প্রবীণ মুরুব্বি নুরুজ্জামান চৌধুরী আর নেই ॥ দাফন সম্পন্ন জেলা বিএনপির প্রস্তুতি সভায় জি কে গউছ ॥ বিএনপিকে জনগণ থেকে আলাদা করতে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত বানিয়াচঙ্গে গরু চুরি বৃদ্ধি হবিগঞ্জ শহরে বাসার ভেন্টিলেটার ভেঙ্গে চুরি

বানিয়াচঙ্গে মহিলা ও শিশুদের ডিএসএফ ভাউচারের টাকা বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০১৪
  • ৫৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলায় ৫শত ৭জন নিরাপদ প্রসবধারী মহিলা ও শিশুদের গিফট বক্স প্যাকেজ, ক্যাশ ইসসেনটিভ এবং গ্রহীত সেবার অর্থ বিতরণ করা হচ্ছে। অন্যদিকে ২০১২-১৩অর্থ বছরের ৪ মাসের বানিয়াচঙ্গের ১৫টি ইউনিয়নের নিরাপদ প্রসবধারী মহিলাদের যাবতীয় প্রাপ্য আজও না পাওয়ায় সংশ্লিষ্ট সকলের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। জানা যায় ২০১৩-১৪ অর্থ বছরের জুলাই সেপ্টেম্বর ৩মাসের ডিমান্ড সাইট ফাইনেন্সিং (ডিএসএফ) মাতৃ স্বাস্থ্য ভাউচার স্কীমের নিরাপদ প্রসবধারী মহিলা ও শিশুদের গিফট ব্কস প্যাকেজ, ক্যাশ ইনসেনটিভ ও গ্রহীত সেবার অর্থ দু’হাজার টাকা করে গতকাল বৃহস্পতিবার বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিতরন কার্যক্রম শুরু হয়েছে। সকাল ১০টায় বানিয়াচং উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবপদ রায় ভাউচার স্কীমের নগদ অর্থ সহ বিভিন্ন ব্যবহার্য মালামাল আনুষ্টানিকভাবে সংশ্লিষ্ট মহিলাদের নিকট হস্তান্তর করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বানিয়াচং সদর দক্ষিণ পূর্ব ইউ.পি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, ডেন্টাল সার্জন সনজয় রায় চৌধুরী জয়, ডাঃ পঙ্কজ কান্তি গোস্বামী, সমন্বয়কারী মো রাশিদুজ্জামান, মোঃ রফিক হোসেন, আওয়ামীলীগ নেতা গোলাম কিবরিয়া লিলু প্রমুখ। জানাযায়, ৫০৭ জন মহিলার মধ্যে ১০লাখ ১৪হাজার টাকা নগদ বিতরণ করা হচ্ছে। একটি সূত্রে প্রকাশ, গতকাল ২০১৩-১৪ অর্থ বছরের জুলাই-সেপ্টেম্বর তিন মাসের ডিএসএফ মাতৃস্বাস্থ্য ভাউচারের অর্থ ও মালামাল আজ বিতরণ করা হলেও তার পূর্বের অর্থ বছর ২০১২-১৩ এর মার্চ-জুন ৪ মাসের যাবতীয় প্রাপ্য কর্তৃপক্ষের গাফিলতির কারণে বিতরণ না করায় সংশ্লিষ্ঠদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিষয়টির প্রতি বানিয়াচঙ্গের ইউএইচএ ডাঃ দেবপদ রায় এর দৃষ্টি আকর্ষন করা হলে এর সত্যতা স্বীকার করে বলেন কর্তৃপক্ষের কাছ থেকে বরাদ্দের অনুমোদন পেলেই সংশ্লিষ্ট মহিলা ও শিশুদের প্রাপ্য যথা সময়ই বিতরণ করা হবে। অন্যদিকে বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন বিগত অর্থ বছরের ৪মাসের নিরাপদ প্রসবধারী মহিলাদের প্রাপ্য ভাউচারের অর্থ দ্রুত ছাড় দেয়ার জন্য স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com