স্টাফ রিপোর্টার ॥ ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক পাক্ষিক এর স্টাফ রিপোর্টার আরিফুর রহমান জুয়েলের বাড়ী জামালগঞ্জ জেলায়। কিন্তু তার জন্ম, বেড়ে উঠা ও রেখাপড়া সবকিছুই হবিগঞ্জে। এমনকি ঢাকাতে বসবাসও হবিগঞ্জের সহপাঠীদের সাথে। তার বাবা চাকুরী করতে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে। কিছুদিন আগে ঢাকায় একটি মারাত্বক সড়ক দুর্ঘটনায় মারাত্বক আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন। ইতোমধ্যে তার মস্তিস্কে তিনটি অপারেশন হয়েছে। চিকিৎসার জন্য প্রয়োজন আরো ২০ লাখ টাকা।
জুয়েল লেখাপড়া করত সরকারী বৃন্দাবন কলেজে। তার এই মর্মান্তিক দুর্ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরে জুয়েলের বন্ধু যুক্তরাস্ট্র প্রবাসাী সাবেক ছাত্রনেতা আবুল কালম ও শরীফুল ইসলাম বিষয়চি যুক্তরাস্ট্রস্থ বৃন্দান সরকারী কলেজ অ্যালামনাই এসোসিয়েশনকে অবগত করেন। সাত সমুদ্র তের নদী ওপারে থেকেও নিছক বৃন্দাবন কলেজে লেখাপড়া করত এই পরিচায় জেনেই জুয়েলের সাহায্যের জন্য এগিয়ে আসেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ। এসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম খলিল বার ভূইয়া রিজু, সাধারণ সম্পাদক জাহেদুল মতিন খান, অন্যতম সংগঠন এম এ ওয়াহেদ ও আবু সাঈদ কুটির প্রচেষ্টায় তারা ১ লাখ ৫২ হাজার টাকা সংগ্রহ করে জুয়েলের চিকিৎসার জন্য পাঠিয়েছেন। তাদের এই সহায়তা ফেলোশিপের অনন্য উদাহরন সৃষ্টি করেছে।
জুয়েলের বন্ধু সাবেক ছাত্র নেতা আবুল কালাম জানান, জুয়েলের চিকিৎসার জন্য আরো প্রচুর অর্থের প্রয়োজন। সমাজের ভিত্তাবানরা এগিয়ে আসলে সাংবাদিক জুয়েল আবারও আমাদের, মাঝে ফিরে আসতে পারে। তিনি জুয়েলের চিকিৎসার জন্য সহায়তা করতে ০১৭১২ ৮৬৫৪৫৩ মোবাইল নাম্বারে যোগাযোগ করতে অথবা সোনালী তেজগাঁও শাখা ঢাকার মো. বাবুল মিয়া, হিসাব নং ০১২৪৮০১০১১৮৪১ নম্বরে টাকা পাঠাতে অনুরোধ করেছেন।