রবিবার, ২৫ মে ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেইনি চুনারুঘাটের কালেঙ্গা টিলার মাটি পাচার তারুণ্যের জনসভা সফল করতে হবিগঞ্জ জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবিগঞ্জে সামাজিক-রাজনৈতিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধি করণীয় শীর্ষক মতবিনিময় সভা পুকড়ায় এখনও বহাল তবিয়তে আওয়ামীলীগ সভাপতি নানু মিয়া মাধবপুর ফতেহগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক ইেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কৃষি, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য’ বিষয়ক প্রথম বার্ষিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ অনন্তপুরে ছিচকে চোর আটক বিয়ে স্থায়ী হয়নি ॥ ক্ষোভে ঘটককে হত্যা করলো যুবক

প্রশ্ন এবং উত্তর আবিষ্কারের কাংখিত লক্ষ্যে পৌঁছাতে পারে-বিজ্ঞানী আতাউল করীম

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জুন, ২০১৬
  • ৪২৭ বা পড়া হয়েছে

অলিউর রহমান অলি, লন্ডন থেকে ॥ প্রশ্ন এবং উত্তর অন্তর দিয়ে পর্য্যালোচনা করার আগ্রহ না থাকলে আবিষ্কার সম্ভব নয়, এ মন্তব্য বিশিষ্ট বাঙ্গালী বিজ্ঞানী ভাষমান রেলের উদ্ভাবক মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভারসিটি অব মেসারটাস ডাহরামের এক্সিকিউটিভ ভাইস চ্যান্সেলর মোহাম্মদ আতাউল করীমের। ১৭ জুন দুপুরে ইষ্টলন্ডনের কুইনমেরী বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার হলে দ্যা লন্ডন ইন্টার কোম্পেনী আয়োজিত ‘আইজ্যাক নিউটন এন্ড হিজ আ্যাপেল’ শীর্ষক সেমিনারে ড. আতাউল করীম এ মন্তব্য করেন। তিনি বলেন গবেষনার শেষ নেই প্রশ্ন এবং উত্তরকে ভাল ভাবে জানার চেষ্টা করলে আবিষ্কারের কাংখিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। এ সময় তিনি বলেন, যুগ যুগ ধরে আমরা শুনে আসছি কলম্বাস আমেরিকা আবিস্কার করেছেন, এখন দেখা যাচ্ছে কলম্বাস কোন দিনই আমেরিকা যাননি। এ ময় তিনি বিশ্বের বিভিন্ন দেশের শ্রেষ্ট বিজ্ঞানীদের গবেষনাকর্ম ও তাদের আবিস্কারের ফর্মুলা সম্পর্কে আলোকপাত করেন। তার এই বক্তব্য শুনতে বৃটেনের প্রতিটি শহর থেকে বিভিন্ন শ্রেণী পেশার বাঙ্গালী সহ বিভিন্ন দেশের কয়েকশত মানুষ অংশ নেন। ড. আতাউল করীম আমেরিকায় (২০০৪-২০১৩) সাল পর্যন্ত ফাষ্ট ভাইস প্রেসিডেন্ট অব দি রিসার্স দি অল্ড ডমিনিয়ন ইউনিভারসিটি অব ভার্জিনিয়া, (২০০০-২০০৪) পর্যন্ত ডিন অব ইঞ্জিনিয়ারিং এ্যাট দ্য সিটি কলেজ অব নিউইয়র্ক অব দি সিটি ইউনিভারসিটি নিউইয়র্ক, (১৯৯৮-২০০০) হেড অব ইলেকট্রিক্যাল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইউনিভারসিটি অব টেনেসি (১৯৯৪-১৯৯৮) ফাউন্ডিং ডিরেক্টর অব ইলেকট্রিক্যাল কম্পিউটার এন্ড ইঞ্জিনিয়ারিং এবং চেয়ার (১৯৯৪-১৯৯৮) ইউনিভারসিটি অব ডাইটন এ দায়িত্ব পালন করেন। এর বাইরে তিনি ইলেকটেড ফেলো ইন দি ইন্সটিটিউসন অব ইলেকট্রিকেল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ( আই-ই-ই-ই) অ্যপটিক্যাল সোসাইটি অব আমেরিকা (ও-এস-এ), দি সোসাইটি অব ফটো ইন্সটিটিউশন ইঞ্জিনিয়ার্স (এস-পি-আই-ই) দি ইন্সিটিটিউট অব ফিজিক্স, দি ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন টেকনোলজি,এ্যান্ড দি বাংলাদেশ এডাডেমী অব সায়েন্স, ড. করীম ১৯টি টেস্ট রেফারেন্ন বইয়ের লেখক এবং সম্পাদক। এ ছাড়া তার ৩৬৫টি গবেষনা বিষয়ক রিপোর্ট বিশ্বব্যাপি আলোড়র সৃষ্টি করেছে। তার গবেষনা কর্মের তালিকা ও পন্সর করেছে অফিস অব নি নভেল রিসার্স ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন, ইউএস এয়ার ফোর্স, নভেল রিসার্স লেবরটরি, আমেরিকান আর্মি, নাসা, ইউএস ডিপার্টমেন্ট অব এডুকেশন। তিনি ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিস্ক এর উপর বিএস অনার্স ডিগ্রি সমাপ্ত করেন। এমএস ইন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এন পিএইচডি, ইলেকট্রিকেল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইউনিভারসিটি অব আলাবামা ১৯৭৮,১৯৭৯,১৯৮১। বাঙ্গালী এই বিজ্ঞানীর জন্ম বৃহত্তর সিলেটর মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com